ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক অবরোধ করে ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিনের নেতৃত্বে মহাসড়ক অবরোধ করে পৌর বিএনপি। এ সময় পুলিশ বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
.
বিশেষ প্রতিনিধি>>
সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা চলমান অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ফেনী বিএনপি। এ সময় অবরোধের সমর্থনে এবং সরকারের পতনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। অন্যদিকে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।
.
বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক অবরোধ করে ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিনের নেতৃত্বে মহাসড়ক অবরোধ করে পৌর বিএনপি। এ সময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
এছাড়াও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী ও যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমের নেতৃত্বে পিকেটিং করছে বিএনপি ছাত্রদল নেতারা। তারা গ্রেপ্তার এড়াতে সতর্কতার সহিত পিকেটিং করছে।
অবরোধে ফেনীর সড়কের নিরাপত্তায় জেলা পুলিশের সাতটি মোবাইল টিম র্যাবের দুটি, হাইওয়ে পুলিশের দুটি বিজিবির দুটিসহ মোট ১৩টি টিম টহল দিচ্ছে। এছাড়াও জেলা প্রশাসনের তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক ব্যবস্থা নিতে মাঠে রয়েছে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী জানান, মামলা হামলা এবং গ্রেপ্তার দিয়ে তাদের আন্দোলন প্রতিহত করা যাবে না। জনগণ স্বতঃস্ফূর্তভাবে অবরোধের সহায়তা করছে। তারা দোকানপাট খুলছে না ও রাস্তায় গাড়ি বের করছে না।
ফেনী জেলা পুলিশ সুপার জাকির হাসান জানান, অবরোধে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলায় এ পর্যন্ত প্রায় ১শ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন