প্রায় ৩ শতাধিক মোটরসাইকেল আরোহী নেতাকর্মীদের নিয়ে শোভাযাত্রাটি ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়ক ধরে মুন্সীরহাট থেকে ফুলগাজী বাজার হয়ে বক্সমাহমুদ সড়কে প্রবেশ করে আমজাদহাটে গিয়ে পৌঁছায়। সেখান পুনরায় আলী আজম স্কুল এন্ড কলেজ মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়।
.
তনু সরকার, ফুলগাজী (ফেনী) প্রতিনিধি,
ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদারের নেতৃত্বে গত বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রিয় ৩ শতাধিক নেতাকর্মী নিয়ে উপজেলাব্যাপী এক বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা বের হয়।
.শোভাযাত্রাটি মুন্সীরহাট আলী আজম স্কুল এন্ড কলেজের মাঠ থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই জায়গায় সমাবেশে মিলিত হয়। বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন ও বিএনপি-জামায়াতের নৈরাজ্য এবং অবরোধের বিরুদ্ধে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এই মোটরসাইকেল শোভাযাত্রা বের করে।
শোভাযাত্রা শেষে আলী আজম স্কুল মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন- মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন তুলে ধরে আগামীতে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের নৈরাজ্য রুখে দিতে যার যার অবস্থান থেকে প্রতিবাদ করার আহ্বান জানান। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার বলেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শুধু দেশে নয়, বিদেশের মাটিতেও শেখ হাসিনা সমান জনপ্রিয়। প্রধানমন্ত্রীর হাত ধরেই এ দেশ উন্নয়নের পথে হাঁটতে শিখেছে। তিনি দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাই আবারো নৌকাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান জানান তিনি।
বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন ও বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মোটরসাইকেল যোগে এই শোভাযাত্রায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত প্লে কার্ড, উন্নয়নমূলক বিভিন্ন ছবি বহন করে। প্রায় ৩ শতাধিক মোটরসাইকেল আরোহী নেতাকর্মীদের নিয়ে শোভাযাত্রাটি ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়ক ধরে মুন্সীরহাট থেকে ফুলগাজী বাজার হয়ে বক্সমাহমুদ সড়কে প্রবেশ করে আমজাদহাটে গিয়ে পৌঁছায়। সেখান পুনরায় আলী আজম স্কুল এন্ড কলেজ মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, আওয়ামী লীগ নেতা জালাল উদ্দীন চৌধুরী পাপ্পু উপস্থিত হয়ে বক্তব্য দেন।
শোভাযাত্রায় ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার সাইফুল ইসলাম, দরবারপুর ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার, আমজাদহাট ইউনিয়নের চেয়ারম্যান মীর হোসেন মীরু, জিএমহাট ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ জাকির হোসেন রতন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাকের পাটোয়ারী, মুন্সীহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাঃ সম্পাদক মাস্টার মিজান, সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন স্বপন, উপজেলা যুবলীগের সাঃ সম্পাদক একরাম পাটোয়ারী, ফেনী জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোঃ রিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইয়ামিন মজুমদার, সাঃ সম্পাদক ফারুক হোসেন বাপ্পি সহ অসংখ্য নেতাকর্মীদের শ্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে যায়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন