বিশেষ প্রতিনিধি,
বিএনপির প্রথম দফা অবরোধ চলাকালে ফেনীর লালপুলে চিনির ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার যুবলীগ নেতা টিপুকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার তাকে যুবলীগের সকল পদ-পদবী থেকে বহিষ্কার করা
হয়েছে বলে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুল আবছার আপন ও সাধারণ সম্পাদক করিম উল্যাহ আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে যুবলীগ নেতা টিপুকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত যুবলীগের নেতা নুরুল উদ্দিন টিপু (৩৫) ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা যুবলীগের সদস্য। গত রোববার বিকেলে তাঁকে নিজ এলাকার একটি দোকান থেকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হায়াত উল্যাহ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২ নভেম্বর ভোরে সদর উপজেলার লালপুল সেতুর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্বৃত্তরা চট্টগ্রামের এস আলম চিনি কারখানা থেকে আসা চিনিবোঝাই একটি ট্রাকে প্রথমে ইটপাটকেল ছোড়ে এবং পরে পেট্রলবোমা মেরে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। চিনিবোঝাই ট্রাকটি চট্টগ্রাম থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। ঘটনার দিন রাতে ট্রাকের মালিক উজ্জল বৈদ্য বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে ফেনী মডেল থানায় একটি মামলা করেন।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, প্রাথমিক তদন্তে মহাসড়কে ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় ওই ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে। এ জন্য তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আবছার আপন বলেন, নুরুল উদ্দিন টিপুকে গ্রেপ্তারের খবর পেয়েছেন। তিনি উপজেলা যুবলীগের সদস্য ও ধলিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন। উপজেলা আওয়ামী যুবলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নুর উদ্দিন টিপুকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে যুবলীগ নেতা নুরুল উদ্দিন টিপুর বিরুদ্ধে উপজেলার ধলিয়া ইউনিয়নের বালুয়া চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে তিনটি দোকান নির্মাণ ও প্রায় দুই লাখ টাকা মূল্যের বন বিভাগের সরকারি গাছ কেটে নেওয়া, এলাকায় সরকারি দলের প্রভাব খাঁটিয়ে চাঁদাবাজিসহ নানা ধরনের বেআইনি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”