বিশেষ প্রতিনিধি>>
পরশুরাম মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম পরশুরাম উপজেলা নিজ গ্রামের জনগনের সাথে দ্বাদশ সংসদ নির্বাচন কে সামনে রেখে নৌকা মার্কার সমর্থনে এবং বিএনপি জামায়াতে অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসুল আহমেদ স্বপনের সঞ্চালনায় এবং শহিদুল্লাহ মজুমদারের সভাপতিত্বে গতকাল শুক্রবার ১০ নভেম্বর বিকাল ৩ ঘটিকার সময় পরশুরাম সরকারি মডেল পাইলট হাইস্কুলে মাঠে এই শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত শান্তি ও উন্নয়ন সমাবেশে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এই উপজেলার কৃতি সন্তান, শিক্ষা অনুরাগী, মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আমার আগে যারা বক্তব্য দিয়েছে তারা সবাই বলে নির্বাচন আসলে ভোট করেন, ভোট করেন। আমি আমার জীবন একটি সিদ্ধান্ত নিতে চাইছি,ভোট করবো না নিরিবিলি জীবন যাপন করব। এখন আবার যে কোনো কারণে সিদ্ধান্ত নিয়েছে । যদি আপনারা সবাই দুই হাত তুলে আমাকে আশ্বাস দেন তাহলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবার দলীয়ভাবে মনোনয়ন চাইবো।আপনারা সবাই একএকজন নাসিম হয়ে কাজ করতে হবে। ডোর টু ডোর ভোট চাইতে হবে। সমাবেশে যারা আসছেন সবাই ১০/১৫ টি ভোট সংগ্রহ করে দিতে হবে। ফেনী ১ আসনে ৩ লক্ষ ভোটার আছে। কম পক্ষে ২ লক্ষ ভোট নৌকার পক্ষে আসতে হবে।
আমি আপনাদের সন্তান আপনারা আমাকে দলিয় প্রার্থী হিসেবে কাজ করলে হবে না।সর্বদলীয় প্রার্থী হিসেবে বিবেচনা করে ভোট করতে হবে। ভোট লাই এবং ডুলায় করে আনা যায় না।কয়েক লাই দিলে ভোট শেষ হয়ে যাবে এমন মনে করলে হবে না। আমি উন্নয়ন করে আপনাদের কাছে এসেছি। আমার উন্নয়নের ছোঁয়া লাগেনি এবং স্কুল নেই। মাদ্রাসা নেই, রাস্তা, ঘাট,পুল কালবার্ট নেই। ক্ষমতা দিয়ে কাজ হয় না।মনমানসিকতা লাগে, গ্রামের প্রতি দরদ লাগে। আমি সুযোগ পাইছি আপনাদের জন্য কিছু করছি। আমার আরও কিছু করার মনমানসিকা আছে। এই এলাকায় আয়ের ব্যবস্থা করে জীবন যাত্রার মান উন্নয়ন করতে চাই। নাসিম কলেজে পশ্চিম পাশে একটি আইটি সেন্টার হবে। যার বরাদ্দ ১৫০ কোটি টাকার। আপনাদের সন্তানেরা এখানে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে বিদেশ গেলে ১/১৫০ লক্ষ টাকা আয় করতে পারবে। এই আইটি সেন্টার প্রতিটি জেলায় একটি হবে। ফেনী জেলার আইটি সেন্টার আমি পরশুরাম বাসীর জন্য বরাদ্দ করে দিয়েছি। ক্ষমতা দিয়ে নয়, আপনাদের জন্য আন্তরিকতা দিয়ে। ভালোবাসা আমি সব কাজই করার চেষ্টা করছি। আমি কাজ করার জন্য পরিবেশ পাইছি। আপনাদের উপজেলার চেয়ারম্যান কামাল আমার কাছে যাই, যাই বলতো। কোলাপাড়ার ব্রিজ,অনন্ত পুরের রাস্তা, অমুক স্কুল, এভাবে ঘাড়ের ওপর বসে থাকতো। আমি কখনো বিরক্ত হয় নি।কাজ করার চেষ্টা করছি। সবার মন রক্ষা করার চেষ্টা করছি। আরেক জন ছিল ফুলগাজীর একরাম। এখন দুনিয়ায় নেই। তারও কাজ করার মনমানসিকতা ছিল। অনেক পড়া লেখা শেষ করে গ্রামগঞ্জের কথা বুলে যায়।কিন্তু আমি কাউকে বুলিনি।আমি কাজ করার সুযোগ পাইছি কাজ করছি। কাজ করতে ক্ষমতা লাগেনা, কাজ করতে মন মানসিকতা লাগে। আমি নাসিম এক অনুমতিতে ৪২ টি স্কুলের ভবন বরাদ্দ করছি।মাননীয় প্রধান মন্ত্রী আপনাদের জন্য মুক্তিযোদ্ধা ভাতা,বিধবা ভাতা,মাতৃত্ব কালীন ভাতা,বয়স্ক ভাতা,মুক্তিযোদ্ধাদের জন্য ঘরের ব্যবস্থা করেছেন। নাসিম বলেন প্রতি মাসে আমি তখন তিনবার আসতাম এখনো তিনবারই আসি।আমি আসলে সকালে হাঁটি হাটতে হাঁটেতে হাঁটতে কার কি সমস্যা এগুলো অনুভব করি। সমস্যা সমাধান করার জন্য মন থেকে চেষ্টা করি।ভবিৎতে আরও বেশি করব। যদি আপনারা আমাকে সুযোগ করে দেন।আমার জীবন প্রথম ১৯৯৬ সালে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার সুযোগ হয়েছে। তখন থেকে মানুষের সেবা করার বড়ো ধরনের সুযোগ পাই। কাজ করার যখন সুযোগ পাইছি, তখন কাজ করছি।আরও করতে চাই। মরণের আগ পর্যন্ত আপনাদের সেবা করতে চাই। আপনারা আমাকে ভোট দিলেও আছি, না দিলেও আছি। কোথাও যাওয়ার আমার সুযোগ নেই। আমার বাপ, দাদার জন্ম এখানে। আবার কবরও এখানে। আমার জন্ম এখানে, দাপনও এখানেই হবে।
নাসিম চৌধুরী আরও বলেন , আমার জীবনে বাকি সময় আপনাদের পাশে থেকে সেবা করতে চাই। আমাকে বিগত কয়েক বছর ধরে যে যেখানে পায়,সামনে এবং পিছনে থেকে সবাই বলেন ভোট করেন,ভোট করেন। কিন্তু এবার আপনাদের অনুমতি পেলে, প্রত্যেক নাসিম হয়ে কাজ করবেন বললে,হাত তুলে প্রতিঙ্গা করে বললে, ডোর টু ডোর যাবেন এই কথা সম্মত দিলে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দলীয় মনোনয়ন চাইবো। আমি ছাত্র জীবন থেকে আপনাদের পাশে আসি এবং মরনের আগ পর্যন্ত আপনাদের পাশে থেকে সময় কাটাতে চাই। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আজ পর্যন্ত একটাকা হারাম উপর্জন করে নাই। আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ, পরশুরাম ডায়াবেটিস হাসপাতাল, নরনীয়া পজির উদ্দিন আহমেদ চৌধুরী হাইস্কুল,ধনীকুন্ডা নাসিম দাখিল মাদ্রাসা, কবি শামসুন নাহার মাহমুদ বালিকা উচ্চ বিদ্যালয়।ফেনী ইউনিভার্সিটি এই সব প্রতিষ্ঠান আমার অর্থায়নে করছি। এখানে আর কেউ প্রার্থী হলে তাকে জিজ্ঞেস করবেন? কি কাজ করে আঁইছেন, পরে কাজ করলে হবেনা ।আমি নাসিম কাজ করে ভোট করার জন্য অনুমতি চাইতে আইছি।আপনারা ভোট দিলে আমি আছি, আর না দিলেও আমি আছি। আপনাদেরকে ছেড়ে যাওয়ার মতো আমার আর কোথাও রাস্তা নেই।
এছাড়া আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেনী জেলা আওয়ামী সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার,ফেনী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী জালাল উদ্দীন, পরশুরাম উপজেলার চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পৌর সভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল। এছাড়া ও উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা আওয়ামী লীগের, শ্রমিক লীগ,কৃষক লীগ,যুবলীগ,মহিলা আওয়ামী লীগ, ছাত্র লীগ পৌর সভার ৯ টি ওয়ার্ডের কমিশনারদের নেতৃত্বে সর্স্তরের জনগণ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন