বিশেষ প্রতিনিধি>>
প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেছেন, আজ বুধবার রাতে তফসিল ঘোষণা হবে। তফসিল ঘোষণার পর বিএনপি-জামাত যাতে কোন নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। তফসিল ঘোষণার পর আওয়ামীলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করবে।
বুধবার বিকেলে ফেনীর ছাগলনাইয়া উপজেলার জিরো পয়েন্টে বিএনপি-জামাতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সমাবেশের ভোট বাড়ছে না, ভোটের জন্য সাধারণ মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ নেতা কর্মীদের সক্রিয়ভাবে মাঠে থাকার নির্দেশ দেন তিনি। আওয়ামী লীগ বড় দল মনোনয়ন যে কেউ চাইতে পারে। শেখ হাসিনা যাকে নৌকার মনোনয়ন দিবে, আমরা সবাই মিলে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
আলাউদ্দিন নাসিম বক্তব্যে আরো বলেন, আমি আপনাদের সন্তান আপনারা আমাকে দলীয় প্রার্থী হিসেবে কাজ করলে হবে না। সর্বদলীয় প্রার্থী হিসেবে বিবেচনা করে ভোট করতে হবে। যদি আপনারা সবাই দুই হাত তুলে আমাকে আশ্বাস দেন তাহলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবার দলীয়ভাবে মনোনয়ন চাইবো। আপনারা সবাই ডোর টু ডোর ভোট চাইতে হবে। ফেনী ১ আসনে ৩ লক্ষ ভোটার আছে। কম পক্ষে ২ লক্ষ ভোট নৌকার পক্ষে আসতে হবে।
আমি উন্নয়ন করে আপনাদের কাছে এসেছি। আমার উন্নয়নের ছোঁয়া লাগেনি এবং স্কুল নেই। মাদ্রাসা নেই, রাস্তা, ঘাট,পুল কালবার্ট নেই। ক্ষমতা দিয়ে কাজ হয় না।মনমানসিকতা লাগে, গ্রামের প্রতি দরদ লাগে। আমি সুযোগ পাইছি আপনাদের জন্য কিছু করছি। আমার আরও কিছু করার মনমানসিকা আছে। এই এলাকায় আয়ের ব্যবস্থা করে জীবন যাত্রার মান উন্নয়ন করতে চাই। নাসিম কলেজে পশ্চিম পাশে একটি আইটি সেন্টার হবে। যার বরাদ্দ ১৫০ কোটি টাকার। আপনাদের সন্তানেরা এখানে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে বিদেশ গেলে ১/১৫০ লক্ষ টাকা আয় করতে পারবে। এই আইটি সেন্টার প্রতিটি জেলায় একটি হবে। ফেনী জেলার আইটি সেন্টার আমি পরশুরাম বাসীর জন্য বরাদ্দ করে দিয়েছি। ক্ষমতা দিয়ে নয়, আপনাদের জন্য আন্তরিকতা দিয়ে। ভালোবাসা আমি সব কাজই করার চেষ্টা করছি।
মাননীয় প্রধান মন্ত্রী আপনাদের জন্য মুক্তিযোদ্ধা ভাতা,বিধবা ভাতা,মাতৃত্ব কালীন ভাতা,বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধাদের জন্য ঘরের ব্যবস্থা করেছেন।
তিনি আরো বলেন, আমার জীবন প্রথম ১৯৯৬ সালে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার সুযোগ হয়েছে। তখন থেকে মানুষের সেবা করার বড়ো ধরনের সুযোগ পাই। কাজ করার যখন সুযোগ পাইছি, তখন কাজ করছি। আরও করতে চাই। মরণের আগ পর্যন্ত আপনাদের সেবা করতে চাই। আপনারা আমাকে ভোট দিলেও আছি, না দিলেও আছি। কোথাও যাওয়ার আমার সুযোগ নেই। আমার বাপ, দাদার জন্ম এখানে। আবার কবরও এখানে। আমার জন্ম এখানে, দাপনও এখানেই হবে
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বসর মজুমদার তপন, অধ্যাপক ডা. জাহানারা আরজু, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও ছাগলনাইয়া পৌর মেয়র মোহাম্মদ মোস্তফা, সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সি মোরশেদ আলম।
নিজাম উদ্দিন হাজারী বলেন, আওয়ামী লীগ উন্নয়ন করে, বিএনপি ধ্বংস করে, পুলিশ হত্যা করে, আবার তারাই হরতাল-অবরোধ দিচ্ছে। বিএনপি এদেশের মানুষকে জিম্মি করে রাখতে চায় উন্নয়ন থেকে বঞ্চিত করে রাখতে চায়।
অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন