শহর প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। রোববার (১৯ নভেম্বর) রাত সোয়া ৮ টার দিকে মহাসড়কের মহিপাল এলাকায় অবস্থিত বাস স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে।
ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল মজিদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘রাত সোয়া ৮টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফেনী – নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী সুগন্ধা পরিবহনের এ বাসটি সড়কের সামনে দাঁড় করানো অবস্থায় ছিল।
বাসটির মালিক মিন্টু মিয়া জানান, তিনি ওই রুটের একজন লাইনম্যান। গাড়িটি ফেনীর মহিপালে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে কাউন্টারে দাঁড়ানো অবস্থায় কে বা কারা আগুন দেয়। গাড়িটির ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শুধু গাড়িটির খাঁচা অবশিষ্ট আছে।
বাসের সহকারী মো. ফরহাদ জানায়, তারা সারাক্ষন গাড়ীতে ছিলেন। কিন্তু রাত সোয়া ৮ টার দিকে গাড়ি থেকে নেমে একটু বাইরে গেলে দূর্বত্তরা ওই সুযোগে গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়।
পুলিশ ও ফায়ার সার্ভিস ধারণা করছে, ৪৮ ঘণ্টার হরতালকে কেন্দ্র করে দূর্বৃত্তরা এ অগ্নিসংযোগের ঘটনা ঘটাতে পারে।
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, ‘শাসক দলের নেতাকর্মীরা আগুন দিয়ে এখন বিএনপির নেতাকর্মীর ওপর দায় চাপানোর চেষ্টা করছে।এটি তাদের নতুন কৌশল।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ সুপার জাকির হাসানসহ উধ্বর্তন পুলিশ কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা নাশকতা ঠেকাতে মহাসড়কে মহড়া দিতে দেখা গেছে। অপরদিকে বিএনপি ও যুবদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রোববার সন্ধ্যায় হরতালের পক্ষে খন্ড মিছিল ও পিকেটিং করার খবর পাওয়া গেছে।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় একটি দাঁড়িয়ে থাকা বাসে দূর্বৃত্তদের অগ্নি সংযোগের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন