স্টাফ রিপোর্টার:
উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি এই প্রতিপাদ্য নিয়ে ফেনীতে গণপ্রকৌশল দিবস ২০২৩ ও আইডিইবি র ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ফেনী জেলা শাখার আয়োজনে গণপ্রকৌশল দিবস উপলক্ষে শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়েই ডিজিটাল থেকে এখন স্মার্ট বাংলাদেশ বির্নিমান হবে। তিনি আরও বলেন, দেশের প্রতি ভালোবাসা রেখে সবাই মিলে দেশকে এগিয়ে নেয়ার শপথ নিতে হবে। কারিগরি শিক্ষাকে এগিয়ে নিলে কর্মমুখী শিক্ষার কারণে উদ্যোক্তা তৈরি হবে এবং বেকারত্ব দূর হবে। ইঞ্জিনিয়ারদের শুধু চাকরিমুখি না হয়ে উদ্যোক্তা হলে দেশ দ্রুত এগিয়ে যাবে। যে কোনো কারিগরি শিক্ষা থাকলে দেশ-বিদেশে কর্মের অভাব হবে না। কারিগরি শিক্ষিতরা উদ্যোক্তা তৈরি হয়ে বিদেশে গেলেও সঠিক মূল্যয়ন হবে।
আইডিইবি ফেনী জেলা শাখার সভাপতি মো. আবুল খায়ের এর সভাপতিত্বে কর্মসূচীতে বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (কুমিল্লা অঞ্চল) মোখলেছুর রহমান ও আইডিইবি কুমিল্লা অঞ্চল এর সহ-সভাপতি মো. আলেক হোসেন জুয়েল। স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আরিফ জাহান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি ফেনী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক খন্দকার নজরুল ইসলাম, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ ফেনী জেলা শাখার সভাপতি আবদুর রহমান সুজন ও প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ফেডারেশন ফেনীর সভাপতি চঞ্চল দে সরকার প্রমুখ।
আলোচনা সভা শেষে শান্তির প্রতীক পাঁয়রা ও বেলুন উড়িয়ে বিশেষ অতিথি ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন। পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন উপস্থিত অতিথিরা। এসময় বিপুল সংখ্যক সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং ইঞ্জিনিয়াররা উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন