স্টাফ রিপোর্টার:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার দল আওয়ামী লীগের পাশাপাশি সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টিও অংশ নিচ্ছেন। বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। এর আগে গত ২০ নভেম্বর থেকে সারাদেশে ৩০০ আসনে সম্ভাব্য প্রার্থীদের মাঝে দলীয় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বুধবার পর্যন্ত ফেনীর তিনটি আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আটজন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দলীয় মনোনয়ন বিক্রি উদ্বোধন করার পর গত তিনদিনে ফেনীর তিনটি আসনে ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) ৩ জন, ফেনী-২ (সদর) ৩ জন ও ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজী) ২ জন জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বর্তমান এমপিদের পাশাপাশি জেলা নেতারা মনোনয়ন প্রত্যাশীর তালিকায় রয়েছেন। তবে চুড়ান্ত মনোনয়ন কে পাচ্ছেন তা সিদ্ধান্ত হবে আগামী ২৮ নভেম্বর দলীয় মনোনয়ন বোর্ডের সভায়।
জাতীয় পার্টির নির্বাচন পরিচালনা কমিটির সূত্র জানায়, ফেনী-১ আসনে (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) যাঁরা জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন-সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার, জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহের হোসেন চৌধুরী রাশেদ ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহরিয়ার ইকবাল।
ফেনী-২ আসনে (সদর) যাঁরা জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন- জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী খন্দকার নজরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহির উদ্দিন মজুমদার ভিপি জহির ও পেশাজীবী সংগঠনের নেতা ইয়ামিন হাসান ইয়ামিন।
ফেনী-৩ আসনে (দাগনভূঞা ও সোনাগাজী) যাঁরা জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন- ফেনী-৩ আসনে বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মুজিবুর রহমান মানিক। দলীয় মনোনয়ন ফরম বিক্রির শেষ তারিখ পর্যন্ত আরও কয়েকজন মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেন বলে জানা গেছে।
জাতীয় পার্টির একাধিক নেতা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনই জাতীয় পার্টির দলীয় প্রার্থী নিয়ে দেখা দিয়েছে বিরোধ। এ বিরোধের জের ধরে ফেনীতে জাতীয় পার্টির দুই এমপি নিজস্ব বলয়ে তিনটি আসনেই প্রার্থী হতে আগ্রহীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। জাতীয় পার্টির বিগত জেলা সম্মেলনের পর দুই এমপির মাঝে বিরোধ দেখা দেয়। তবে শেষ পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাতীয় পার্টির সাথে আসন ভাগাভাগিতে ফেনীতে ছাড় দেন কিনা তা দেখার বিষয়। ছাড় দিলে কে হচ্ছে জাতীয় পার্টির প্রার্থী এ নিয়ে চলছে নানা আলোচনা ও বিশ্লেষন এবং জল্পনা-কল্পনা।
জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী খন্দকার নজরুল ইসলাম বলেন, বিগত একাদশ সংসদ নির্বাচনে আমাকে জাতীয় পার্টির পক্ষ থেকে দলীয়ভাবে ফেনী-২ আসনে মনোনয়ন দেওয়া হয়েছিলো। পরবর্তীতে মহাজোটের আসন ভাগাভাগিতে আমাকে প্রার্থীতা প্রত্যাহার করতে বলা হলে আমি পার্টির সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে প্রার্থীতা প্রহ্যাহার করি। তাই আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আমি প্রার্থী হতে আগ্রহী। বিগত দিনে পার্টির জন্য নিবেদিতভাবে কাজ করেছি। তাই যোগ্যতা ও দলীয় আনুগত্য এবং আমার সামাজিক গ্রহণ যোগ্যতা বিবেচনা করে ফেনী-২ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পাবার দাবি রাখি। অন্য কে মনোনয়ন নিলো তা আমার ভাবার বিষয় না। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে গঠিত মনোনয়ন বোর্ড আশা করি আমাকেই মনোনয়ন দিবেন। পার্টির চেয়ারম্যান চুড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার মালিক।
জেলা জাতীয় পার্টির সভাপতি মোতাহের হোসেন চৌধুরী রাশেদ জানান, সারাদেশে ৩০০ আসনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন দিবেন পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে গঠিত মনোনয়ন বোর্ড। ফেনী জেলা জাতীয় পার্টি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা ফেনীর তিনটি আসনে তিনজনের নাম চুড়ান্ত করে নেতা-কর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে দলীয় ফরম সংগ্রহ করেছি। এর বাহিরে অনেক মনোনয়ন প্রত্যাশী জাতীয় পার্টির দলীয় ফরম সংগ্রহ করেছেন। পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে গঠিত মনোনয়ন বোর্ড যাকেই পাটির মনোনয়ন দিবেন তার পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। অতীতের চেয়ে বর্তমানে জেলা জাতীয় পার্টি অনেক শক্তিশালী ও সুসংগঠিত।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গত বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”