স্টাফ রিপোর্টার ,
ফেনী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহির উদ্দিন মজুমদার ওরফে ভিপি জহির ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের পারভিন আক্তার (৪২) নামে এক মহিলার কাছ থেকে এক লাখ টাকা হাওলাত নিয়ে দীর্ঘ ছয় বছর যাবত ফেরত দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে গতকাল রোববার ভূক্তভোগী নারী বাদি হয়ে ফেনী মডেল থানায় একটি অভিযোগ (অভিযোগ নং-৪০৪২, তারিখ-২৬-১১-২০২৩) দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কাজিরবাগ ইউনিয়নের আব্দুল মোনাফের মেয়ে পারভিন আক্তার (৪২) বিগত ২০১৮ সালে ফেনী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহির উদ্দিন মজুমদার ওরফে ভিপি জহিরকে তিন মাসের জন্য এক লাখ টাকা হাওলাত দেন। টাকা নেওয়ার সময় স্টাম্পে স্বাক্ষর দিয়ে তিনি লিখিত অঙ্গীকার নামও প্রদান করেন। কিন্তু তিন মাস পেরিয়ে ৬ বছর অতিবাহিত হলেও হাওলাত দেয়া টাকাগুলো অদ্যাবধি ফেরৎ দেয়নি। পাওনা টাকা ফেরৎ চাইলে, দিমু দিচ্ছি করিয়া কালক্ষেপন করে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন পারভীন আক্তার।
ভূক্তভোগী পারভিন আক্তার অভিযোগ করেন, ফেনী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহির উদ্দিন মজুমদার ওরফে ভিপি জহির তার পাওনা টাকা না দিতে বিভিন্ন পন্থা অবলম্বন করছেন। তিনি ৬ বছর অপেক্ষা শেষে নিরুপায় হয়ে থানা-পুলিশের সাহায্য চেয়েছেন। তিনি তার পাওনা টাকা ফেরত পেতে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগীতা কামনা করেছেন।
অভিযোগ প্রসঙ্গে ফেনী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহির উদ্দিন মজুমদার ওরফে ভিপি জহিরকে ফোন করা হলে তিনি প্রথমে ওই মহিলাকে না চিনলেও পরে বিষয়টি ব্যক্তিগতভাবে দেখবেন বলে এ প্রতিবেদককে জানান।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম গতকাল রোববার ভূক্তভোগী নারী বাদি হয়ে ফেনী মডেল থানায় একটি অভিযোগ (অভিযোগ নং-৪০৪২, তারিখ-২৬-১১-২০২৩) পাওয়ার তথ্য নিশ্চিত করেন। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি জানান।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”