দাগনভূঁঞা প্রতিনিধি:
‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনী সেবার দ্বার উন্মোচন’- এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জেলা লিগ্যাল এইড এর আয়োজনে দাগনভূঁঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়ন পরিষদে ও চন্দ্রপুরে প্রাতিষ্ঠানিক গণশুনানি ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) কালাম চেয়ারম্যান বাড়িতে উঠান বৈঠক ও ইউনিয়ন পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সুস্মিতা আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ফেনী জজকোর্ট এর আইনজীবী সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট এম শাহজাহান সাজু।
সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে বক্তব্য রাখেন সিন্দুরপুর খাজা আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, সুজাতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নাসির আহমেদ, সিন্দুরপুর মাদ্রাসার সহ—সুপার আফসার উদ্দিন, ইউনিয়ন পরিষদের সদস্য কবির আহমেদ শেখ ফরিদ, সাহাব উদ্দিন লিটন, কোরাইশ মুন্সি পুলিশ ফাঁড়ির উপ—পরিদর্শক আরিফুর রহমান ও উপ—সহকারী কৃষি অফিসার এমদাদুল হক প্রমুখ। অপরদিকে একইদিন চন্দ্রপুরে কালাম চেয়ারম্যান বাড়ির উঠানে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সুস্মিতা আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ফেনী জজকোর্ট এর আইনজীবী সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট এম শাহজাহান সাজু ও দৈনিক অজেয় বাংলার নিবার্হী সম্পাদক শাহজালাল ভূঞা। অত্র গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট ফজলুল করিম পলাশের সভাপতিত্বে এসময় বিশিষ্ট সমাজসেবক ইকবাল হোসেনসহ স্থানীয় লোকজন বক্তব্য রাখেন। উঠান বৈঠকে বিপুল সংখ্যক নারী—পুরুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সুস্মিতা আহমেদ বলেন— জেলা লিগ্যাল এইড এর পক্ষ থেকে পরামর্শ, মিমাংসা ও সরকারি খরচে আইনজীবী নিয়োগ দিয়ে সেবা দেওয়া হয়। মানুষ ন্যায় বিচার প্রতিষ্ঠায় লিগাল এইড কাজ করছে। সাধারণ মানুষের দোরগড়ায় আইনি পরামর্শ দিচ্ছে লিগ্যাল এইড। তাই এই সেবা পেতে সবাইকে সচেতন হবার আহবান জানান। উল্লেখ্য— ফেনী জেলা লিগ্যাল এইড এর চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ এ এস এম রুহুল ইমরান এর নির্দেশনায় এই গণশুনানী ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন