বিশেষ প্রতিনিধি >>
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই, দাগনভুইয়া উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনের বাড়িতে বোমা বিস্ফোরণ ও গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেবার ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে দাগনভূঞা উপজেলার আলাইয়ারপুর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।
বাড়ির লোকজন জানান, উপজেলা বিএনপির সভাপতি ও দাগনভূঞা পৌরসভার সাবেক মেয়র আকবর হোসেন সম্প্রতি গ্রেপ্তার হয়ে বর্তমানে ফেনী কারাগারে আছেন। তার সাদা রঙের প্রিমিও গাড়িটি আলাইয়াপুরে তার বাড়িতে মূল ঘরের পেছনে একটি দেয়াল ঘেরা টিনশেড ঘরে রাখা ছিল। সোমবার গভীর রাতে কে বা কারা ওই স্থানে গিয়ে গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। এসময় কয়েকটি ককটেল বিষ্ফোরণের শব্দও পাওয়া যায়। খবর পেয়ে ফেনী থেকে দমকল বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে আগুন নেভালেও গাড়িটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।
আকবরের স্ত্রী, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহীনা আকবর বলেন, গভীর রাতে সন্ত্রাসীরা বোমা ফাটিয়ে প্রথমে আতংক ছড়ায়। পরে তারা দেয়াল টপকে ভেতরে ঢুকে গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। এজন্য তিনি সরকারী দলের লোকজনদের দায়ী করেন।
দাগনভূঞা উপজেলা আওয়ামীলীগ সভাপতি কামাল উদ্দিন হামলা-অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামীলীগ নেতাকর্মীদের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং আগুন নেভাতে দমকল বাহিনীকে সহায়তা করে। তিনি বলেন, কেমন করে এ ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ। এটা কোন নাশকতা, নাকি কোন যান্ত্রিক ত্রুটির ফলে হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, বিএনপির ডাকা অবরোধের সমর্থনে শনিবার সন্ধ্যায় তুলাতুলী এলাকায় মশাল মিছিল থেকে উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনকে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা ঘেরাও করে পুলিশে সোপর্দ করে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন
- » বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে সভা
- » উত্তর চন্ডিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি এম. আনোয়ারুল ইসলাম
- » স্বেচ্ছাসেবক দলের নেতা বাবুর মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ