পৌর আওয়ামী লীগের সভায় নিজাম হাজারী প্রতীক বরাদ্দের দিন নৌকার সমর্থনে ফেনীর সকল ভোট কেন্দ্রে একযোগে আনন্দ মিছিল হবে
বিশেষ প্রতিনিধি>>
ফেনী পৌর আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এম.পি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী এক মাস ঘরে বসে না থেকে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকার জন্য ভোট চাইতে হবে। ফেনীতে আন্দোলনের নামে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না। ফেনী শহরের রামপুরসহ আশপাশের এলাকায় জনগণের জানমালের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পাহারায় থাকবে। ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবীর শামীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমেদ। বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব, ফেনী পৌর মহিলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা সেলিনা আক্তার শেলি, ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুর রহমান সাইফু, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন মুন্না, ফেনী পৌর আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঞা, ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ, জেলা যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজিলা আক্তার মিমি, ৭ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি সাহিদা আক্তার মিনা, ফেনী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত তুষার প্রমুখ। এসময় আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন হাজারী এমপি আরও বলেন, অতীতের চেয়ে বর্তমান ফেনী পৌর আওয়ামী লীগ অত্যন্ত সুসংগঠিত।
ফেনীর মতো এতো বড় ওঠান বৈঠক তথা মহিলা সমাবেশ দেশের আর কোথায়ও হয়েছে কিনা৷ তা আমার জানা নেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যে সুন্দর পরিকল্পনা করেছে, তা বাস্তবায়ন করতে হবে। আমি নমিনেশন পাওয়ার পর আমার বাড়ির আঙ্গিনায় হাজার হাজার নেতাকর্মী নিয়ে যে সংবর্ধনা প্রদান করেছে, এরজন্য আমি কৃতজ্ঞ রইলাম আজীবনের জন্য। পৌর সংগঠন শক্তিশালী না থাকলে এতো কাজ করা সম্ভব হতো না।
তিনি বলেন, সংসদ নির্বাচনের কোনো প্রার্থীর সাথে খারাপ আচারন করা যাবে না এবং দুর্বল ভাবা যাবে না। পৌরসভার ২৯টি ভোট কেন্দ্রের কমিটি ১৬ ডিসেম্বর ও পোলিং এজেন্ট দ্রুততম সময়ে করতে হবে। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়ার পর ওইদিন নৌকার সমর্থনে ২৯টি কেন্দ্রে একযোগে আনন্দ মিছিল করতে হবে এবং ভোটের দিন ৮০% ভোট কাস্টিং করতে হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”