নিজস্ব প্রতিবেদক:
ফেনীর কৃতি সন্তান এডভোকেট কাজি ওয়ালী উদ্দিন(কাজী ফয়সল) কেন্দ্রীয় আইন বিষয়ক উপ-কমিটির আবারো সদস্য নির্বাচিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটিতে হ্যাট্টিক করলেন। গতকাল এই কমিটির অনুমোদন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দীর্ঘ প্রায় এক যুগের বেশী সময় কেন্দ্রীয় যুবলীগের (নানক- আজম কমিটিতে) নেতৃত্বে থাকা কাজী ফয়সল ফেনী সদর উপজেলার মাথিয়ারা কাজি বাড়ির প্রবীণ আয়কর আইনজীবী, ফেনী জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি কাজি গোলাম মাইন উদ্-দীনের কণিষ্ঠ পুত্র। এরপূর্বে কাজী ফয়সল আইন বিষয়ক উপ-কমিটি ছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির অন্যতম নেতা ছিলেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের পরিক্ষিত ও ত্যাগী নেতা, বাংলাদেশ আওয়ামী আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি ও ঐতিহ্যবাহী সেন্ট্রাল ল’ কলেজের পরপর দুইবার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। কাজী ফয়সল, লইয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ল্যাব) প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি। তিনি আইন পেশার পাশাপাশি অংগন প্রপার্টিজ’র ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন। রোটারিয়ান এডভোকেট কাজী ফয়সল রোটারি ক্লাব অব আহসান মন্জিল’র প্রেসিডেন্ট (২০২৩-২০২৪), ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি)এর প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা, ফেনী ল’কলেজের অন্যতম প্রতিষ্ঠিতা, ফেনীর উন্নয়নের ২০টি প্রস্তাবনা নিয়ে ২০০২ সালে Ôফেনীর অতিত-বর্তমান-ভবিষ্যৎ’ শীর্ষক অনুষ্ঠিত সেমিনারের মূল প্রবক্তা তথা লেখক গোষ্ঠী ফেনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ফেনী থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।
কাজী ফয়সল জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক, তিনি ফেনী সমিতি-ঢাকা, বৃহত্তর নোয়াখালী কর আইনজীবী সমিতি, মাথিয়ারা ওয়েলফেয়ার সোসাইটিসহ অনেক সামাজিক সংগঠনের আজীবন সদস্য। তিনি ভোরের কাগজ পাঠক ফোরাম ফেনীর সদস্য সচিব ও বন্ধুসভার সাথেও জড়িত ছিলেন। তিনি এক সময়ে ফেনী থেকে প্রকাশিত সাপ্তাহিক শমসের নগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে কাজ করেছিলেন এবং ঢাকায় ‘শিকড় সন্ধান’র বার্তা সম্পাদক।
তিনি একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কাজী ফয়সল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘মুজিব মানে বাঙলাদেশ’ কাব্যগ্রন্থ এবং জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘সংশপ্তক শেখ হাসিনা’ কাব্যগ্রন্থ দু’টির যৌথ রচিয়েতা। ব্যাক্তিগত জীবনে ব্যাংকার স্ত্রী তাহমিনা আক্তার সুক্তা ও দু’সন্তান শাদ ও সামি’কে নিয়ে তার সুখের সংসার। কাজী ফয়সলের রাজনৈতিক উদ্দেশ্য এবং আদর্শের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা পারিবারিকভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত, ক্ষমতার লোভে বা অর্থের লোভে রাজনীতি করি না। রাজনীতি করে কি পেলাম কি হারালাম সে হিসেবও কখনো করিনি। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি, তাঁর আদর্শকে বুকে লালন করি।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা গড়ার একজন সৈনিক হিসেবে অংশ নিতে পারাই আমার কাছে অনেক বড় গৌরবের বিষয়। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক কাজী মো. নজিবুল্লাহ হিরু ভাইয়ের প্রতি তিনি এবারো কমিটি গঠনে আমার প্রতি আস্থা রেখেছেন।
তিনভাইয়ের মধ্যে কাজী ফয়সল সবার ছোট, বড়ভাই কাজি নওফেল, তিনি সৌদি আরবের জেদ্দা আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রয়ুক্তি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক। মেঝভাই তানভীর আলাদিন, তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার(বাসস) ন্যাশনাল নিউজ ডেস্কের ইনচার্জ, ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকা এবং ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফবি) সভাপতি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”