বিশেষ প্রতিনিধি:
ফেনীর দাগনভূঁঞা প্রেসক্লাবের নিজস্ব ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকালে ক্লাব মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঁঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন।
দাগনভূঁঞা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমাম হোসেন এমামের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঁঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রামনগর ইউপি চেয়ারম্যান মাস্টার কামাল উদ্দিন ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- দৈনিক ফেনীর সময় সম্পাদক শাহাদাত হোসেন, দৈনিক অজেয় বাংলা সম্পাদক বিটিভি ফেনী প্রতিনিধি শওকত মাহমুদ, বাংলাভিশনের ফেনী প্রতিনিধি রফিকুল ইসলাম, আরটিভি ফেনী প্রতিনিধি আজাদ মালদার, দৈনিক আমার ফেনীর সম্পাদক জমির উদ্দিন বেগ, দেশ টিভির ফেনী জেলা প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার, দীপ্ত টিভির ফেনী প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, বিশিষ্ট ব্যাংকার মিজানুর রহমান হিরো, সমাজসেবক আব্দুর রাজ্জাক, মানবাধিকার কর্মী কামরুল ইসলাম ক্লাইভ ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ প্রমুখ।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন দাগনভূঁঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ইয়াছিন সুমন, এম এ তাহের পন্ডিত, সিরাজ উদ্দিন দুলাল ও ইমাম হাসান কচি প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের মিলনমেলায় পরিণত হয়।
প্রধান অতিথি দিদারুল কবির রতন বলেন, উপজেলায় প্রেসক্লাব ভবন হওয়ায় আমি নিজেই আনন্দিত। ধন্যবাদ জানাই আমার নেতা ফেনী ২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী মহোদয় ও ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ফেনী জেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান আজিজ আহমেদ চৌধুরীকে, উনারা প্রেসক্লাবের জায়গা থেকে শুরু করে সার্বিক বিষয়ে সহযোগিতা করেছেন। আমি চাই প্রেসক্লাব সবসময় ঐক্যবদ্ধ থাকবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবে দাগনভূঁঞা প্রেসক্লাবের সাংবাদিকরা এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”