দাগনভূঁঞা প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ দাগনভূঁঞা ও সোনাগাজী আসনে উচ্চ আদালতের রীটের পরিপ্রেক্ষিতেই এক আদেশে ভোটের মাঠে ফিরেছেন স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট সমাজসেবক আব্দুল কাশেম আজাদ ( এ কে আজাদ)। বুধবার (২০ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার প্রার্থীর হাতে তাঁর নির্বাচনী প্রতীক হিসেবে আনুষ্ঠানিকভাবে ট্রাক প্রতীক তুলে দেন।
এর আগে হাইকোর্ট বেঞ্চ স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ এর করা রিট শুনানী শেষে নির্বাচন কমিশনের আদেশ বাতিল করলে মনোনয়ন বৈধতা পায় তার। আদেশে দ্রুত সময়ের মধ্যে তাঁর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দ দিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। প্রতীক পেয়ে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ তাঁর নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এসময় বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন, আমি নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলাম। পরবর্তী আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছি। সোনাগাজী ও দাগনভূঁঞাবাসীর ব্যাপকভাবে সাড়া পাচ্ছি। আমি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায়
বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। এর আগে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছি। বর্তমানে প্রবাসে ব্যবসার পাশাপাশি দেশের বিভিন্ন শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ড জড়িত রয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থী হতে বিভিন্ন ভাবে উৎসাহিত করেছে। তাই আমি প্রধানমন্ত্রীর কথায় অনুপ্রেরণা পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছি। আমার নির্বাচনী এলাকার জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি।
আমি বিজয়ী হলে, কিশোর গ্যাং বন্ধসহ এলাকার উন্নয়নে নিবেদিত ভাবে কাজ করবো ইনশাআল্লাহ।
এদিকে প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ তাঁর নির্বাচনী এলাকার রাজাপুর ও সিন্দুরপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ চালিয়ে যান। তাঁর পক্ষে ভোটারদের ব্যাপকভাবে সাড়া পেয়েছেন বলে তাঁর সমর্থকরা দাবি করেন।
ট্রাক প্রতীকের প্রধান সমন্বয়ক মোহাম্মদ ইউসুফ আলী জানান- নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হলে এবং কেন্দ্র গিয়ে সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ ট্রাক প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হবেন ইনশাআল্লাহ।
ভোটার হারুন রশীদ বলেন, স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছে। এটি একটি আনন্দের খবর। প্রার্থী একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখার পাশাপাশি সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন জড়িত রয়েছে। তাই ভোটাররা ট্রাক প্রতীক নিয়ে বেশ আশাবাদী।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন
- » বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে সভা
- » বাম গণতান্ত্রিক জোটের ঢাকা থেকে চট্টগ্রামের রোডমার্চ ফেনী ছাড়লো- দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত
- » সাপ্তাহিক ফেনী সংবাদ এর প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত