দাগনভূঞা প্রতিনিধি>>
ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের নয়ানপুর গ্রামের দেওয়ান আলীর বাড়ির রমজান আলীর ঘরে আগুনে পুড়ে জাকিয়া খাতুন (৬৫) নামে এক প্যারালাইজড বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় গৃহকর্ত্রী হোসনে আরা বেগম (৪০) ও মেয়ে পারভিন আক্তার (২২) দৌড়ে বের হয়ে প্রাণে রক্ষা পেয়েছন। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে সে বাড়িতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে যায় তাদের সম্পূর্ণ বসত ঘর।
গৃহকর্ত্রী হোসনে আরা বেগম জানায়, ফজরের নামাজের জন্য উঠলে ঘরে আগুন দেখতে পেয়ে চিৎকার দিয়ে বাড়ির লোকদেরকে ডাকতে থাকেন। মসজিদের মাইকে ঘোষণা দিলে লোকজন উপস্থিত হয়ে পুকুর থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আমি আর মেয়ে দৌড়ে বের হলেও উনি প্যারালাইজড থাকায় বের করতে পারিনি।
স্থানীয় বাসিন্দা লোকমান জানান, ৯৯৯ কল দিলে ফায়ার সার্ভিস এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নোয়াখালীর সেনবাগ ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ও ফেনী ফায়ার সার্ভিসের ১টি ইউনিট যৌথভাবে আগুন নেভায়। আগুনে বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে পুড়ে প্রাণ হারান প্যারালাইজড বৃদ্ধা জাকিয়া খাতুন। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে প্রথমে গোয়ালঘর ও রান্নাঘর থেকে বসত ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র ও কাপড়সহ প্রায় ১৫ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। পরনের কাপড় ছাড়া তাদের আর কিছুই অবশিষ্ট নেই।
এলাকাবাসী জানান, গৃহকর্তা রমজান আলী প্রবাসে থাকলেও খুব ভালো অবস্থায় নেই। তাকে এখনো মায়ের মৃত্যুর খবর জানানো হয়নি। জুমার নামাজের পর জাকিয়া খাতুনের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানান তিনি।
ফেনী ফায়ার স্টেশনের কর্মকর্তা উজ্জ্বল বডুয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম অগ্নিকা-ে বৃদ্ধা নারীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন