বিশেষ প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ফেনী-২ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, ফেনীতে অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করতে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তৃতীয় বারের মতো নৌকার মনোনয়ন দিয়েছেন। এজন্য আমি সবার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার সবাই ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। কেউ যাতে জাল ভোট না দেয় এবং কেন্দ্রে বিশৃঙ্খলা করতে না পারে এবিষয়ে সজাগ থাকবেন। তিনি বলেন- ‘প্রতিশ্রুতি দিতে চাই না, কারণ এতে আচরণ বিধি লঙ্ঘন হবে, তবে আমি নির্বাচিত হলে এ এলাকার সকল অসমাপ্ত কাজ সমাপ্ত করে দেব। আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। উন্নয়ন অব্যাহত রাখুন। ভোট উৎসবের মাধ্যমে সরকার ও দেশবিরোধী সকল ষড়যন্ত্র ভেস্তে যাবে। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যাকে মন চায় তাকে ভোট দিবেন, তবুও ভোটকেন্দ্রে আসবেন।
আওয়ামী লীগের নেতাকর্মীরা রিক্সা ও গাড়িতে করে আপনাদের ভোটকেন্দ্রে নিয়ে আসবে। আবার নির্বিঘ্নে বাড়িতে পৌঁছে দেবে। একটি ভোট অনেক গুরুত্বপূর্ণ, কেউ ভোট নষ্ট করবেন না। আমি আপনাদের কাছে আজ শূন্য হাতে এসেছি। আমার আজ দেয়ার কিছু নেই। যদি আমি নৌকা প্রতীকে তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হতে পারি, তবে এই আসনের সকল অসমাপ্ত কাজ সম্পন্ন করব। এ দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত করতে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান তিনি। পাঁচগাছিয়া, তালতলা, ইলাশপুর বগইড়, লক্ষিয়ারা, এলাহিগঞ্জসহ বিভিন্ন স্থানে আয়োজিত পৃথক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
এসময় ছিলেন ও বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বিকম, সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এম শাহজাহান সাজু, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া, ইসমাঈল হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক লিটন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শামিম মজুমদার, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, প্রবীণ নেতা আবদুল গোফরান বাচ্চু, ৪নং ওয়ার্ডের কেন্দ্র প্রধান অ্যাডভোকেট নুরুল ইসলাম, ৩নং ওয়ার্ডের কেন্দ্র প্রধান খোরশেদ আলম, ১নং ওয়ার্ডের কেন্দ্র প্রধান এনামুল হক মেম্বার, ৯ নং ওয়ার্ডের কেন্দ্র প্রধান কাজী আশরাফুল ইসলাম জীবন, জেলা আওয়ামী যুবলীগের আইন বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান, সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাছুম ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সালাহ উদ্দিন রুবেল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মীর জাহিদ হাসান, সাধারণ সম্পাদক ইমাম হোসেন প্রেমু প্রমুখ। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ফেনী-২ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীকে ফুলেল শুভেচ্ছা জানান। অপরদিকে শর্শদীতে বিভিন্ন পথসভায় ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার আলী হায়দার, শর্শদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম ভূঞা, শর্শদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক শফিকুর রহমান পাটোয়ারীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল জানান, ইতিমধ্যে প্রতিটি ইউনিয়নে কেন্দ্র কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ থেকে প্রার্থী নিজাম হাজারী নৌকার পক্ষে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামেন। পাঁচগাছিয়া ইউনিয়নের বাথানিয়া থেকে শুরু করে ইলাশপুর বাজার, বগইড় বল্লাপুকুর পাড়, লক্ষীয়ারা বাজার, এলাহিগঞ্জ, তালতলা বাজার, তেমহুনী বাজার ও পাচঁগাছিয়া বাজারে গণসংযোগের মাধ্যমে প্রচারনা শুরু করেন তিনি।
পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক লিটন বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটারসহ সাধারণ মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য তারা মুখিয়ে আছে।’
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”