সদর প্রতিনিধি:
ফেনী-২ সদর আসনে নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, নির্বাচনে অতি উৎসাহী হয়ে জাল ভোট ও বিশৃঙ্খলার চেষ্টা করবেন না। আমি জাল ভোটের এমপি হতে চাই না। গত ১৫ বছর আওয়ামী লীগ সরকার সারাদেশের ন্যায় ফেনীতে ব্যাপক উন্নয়ন করেছে, এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ফেনী সদর উপজেলার ধর্মপুর ও কাজিরবাগ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি প্রতিশ্রুতি দিতে চাই না কারণ এতে আচরণ বিধি লঙ্ঘন হবে, তবে আমি নির্বাচিত হলে এ এলাকার সকল অসমাপ্ত কাজ সমাপ্ত করবো। ভোটাররা আগামী ৭ জানুয়ারি সবাই ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে যাকে খুশি তাকে ভোট দিবেন। অতি উৎসাহী হয়ে কোন কাজ করবেন না। আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। এবারের নির্বাচন একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে।
নিজাম হাজারী বলেন, আমি আপনাদের কাছে আজ শূন্য হাতে এসেছি। আমার আজ দেয়ার কিছু নেই।আমি নৌকা প্রতীকে তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হলে অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে।
এ সময় ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ বিকম, সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফছার আপন, কাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী বুলবুল আহমেদ সোহাগ,
ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাকা, ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাফর উল্লাহ ভূঞা, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক সানিসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল জানান, ইতিমধ্যে প্রতিটি ইউনিয়নে কেন্দ্র কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার থেকে প্রার্থী নিজাম উদ্দিন হাজারী নৌকার পক্ষে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামেন। প্রতিটি ওয়ার্ডে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন ও ভোটারদের দোয়া চাচ্ছেন।
প্রসঙ্গত; আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-২ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী নিজাম উদ্দিন হাজারী নৌকা প্রতীকের গণসংযোগ সদর উপজেলার ১২ ইউনিয়নে সকাল-বিকাল প্রচার-প্রচারণা চালাবেন। পথিমধ্যে বিভিন্ন পথসভায় বক্তব্য রাখবেন তিনি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”