বিশেষ প্রতিনিধি
২০২২-২৩ অর্থবছরে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে জেলাভিত্তিক পর্যালোচনায় নবম স্থানে রয়েছে ফেনী।
সাম্প্রতিক সময়ে দেশের অস্থিতিশীল অর্থনৈতিক অবস্থা ও বৈধ পথে বৈদেশিক আয় নিয়ে নানা চ্যালেঞ্জের মুখেও আশার আলো দেখাচ্ছে ফেনীর প্রবাসী আয়ের প্রবাহ। জেলার বিভিন্ন ব্যাংকের দেওয়া তথ্যমতে, চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত বৈধ পথে আসা বৈদেশিক আয় বিগত বছরগুলোকে ছাড়িয়ে গেছে। প্রবাসীদের আর্থিক সুবিধা দেওয়ার পাশাপাশি সামাজিক ও রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে নিজের ঘাম জড়ানো অর্থ দেশে পাঠাতে আরও উৎসাহী হবেন তারা, এমনটিই বলছেন সংশ্লিষ্টরা।
২০২২-২৩ অর্থবছরে প্রবাসীদের পাঠানো ডলারের পরিমাণ ৫৫৫ দশমিক ১ মিলিয়ন। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে আয়োজিত সভায় এমন তথ্য জানিয়েছেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক নীহার কান্তি খীসা।
সোনালী ব্যাংক ফেনী প্রিন্সিপাল কার্যালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, ফেনীতে বৈধ পথে বৈদেশিক আয়ের পরিমাণ বেড়েছে। চলতি বছরের ১১ মাসে ফেনীতে ব্যাংকের ১৭টি শাখার মাধ্যমে ২২০ কোটি টাকা পাঠিয়েছেন প্রবাসীরা, যা পূর্বের তুলনায় বেশি। তবে দেশের ডলারের উচ্চ মূল্যের কারণে রেমিট্যান্সের পরিমাণ কম হয়েছে বলে উল্লেখ করেন এই কর্মকর্তা।
ইসলামী ব্যাংকের একটি সূত্রে জানা গেছে, চলতি বছরের নভেম্বর পর্যন্ত ফেনী অঞ্চলের ৬টি শাখা ও ৩টি উপশাখার মাধ্যমে ১ হাজার ৫৮৬ কোটি টাকা বৈদেশিক আয় অর্জিত হয়েছে। গত বছরের নভেম্বরে যা ছিল ১ হাজার ৮০ কোটি ৪৯ লাখ টাকা। ২০২২ সালে জেলায় বৈদেশিক আয়ের পরিমাণ ছিল ১ হাজার ৫৩১ কোটি ২১ লাখ টাকা।
ইসলামী ব্যাংক ফেনী অঞ্চলের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, চলতি বছরের ১১ মাসেই বৈদেশিক আয়ের পরিমাণ গত বছরের পরিমাণকে ছাড়িয়ে গেছে।
বাংলাদেশ কৃষি ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত জেলার ১৮টি শাখায় ৬৫ কোটি ৯৮ লাখ টাকা বৈদেশিক আয় অর্জিত হয়েছে। একই সময়ে যা গত বছর ছিল ২৯ কোটি ৩৮ লাখ টাকা। তার মধ্যে ফেনী সদর শীর্ষে রয়েছে। এরপরই রয়েছে ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”