বিশেষ প্রতিনিধি
ফেনী শহরের সুলতানপুর এলাকায় গরু ব্যবসায়ী শাহজালালকে গুলি করে হত্যা মামলায় পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও সাময়িক বরখাস্ত হওয়া কাউন্সিলর আবুল কালাম জামিনে মুক্ত হয়েছেন। আসামি পক্ষের আইনজীবী এ তথ্য নিশ্চিত করেছেন।
ফেনী জেল সুপার মোঃ ইকবাল হোসেন জানান, উচ্চ আদালত থেকে সম্প্রতি জামিন পান আবুল কালাম। আদেশের কপি ফেনী জেলা কারাগারে পৌঁছালে বৃহস্পতিবার তাকে মুক্তি দেওয়া হয়। এর আগে ২০২৩ সালের ১৩ মার্চ সোমবার সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে আত্মসমর্পণ করেন কালাম। তার পক্ষে জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠান।
২০২১ সালের ১৫ জুলাই রাতে কোরবানির ঈদ উপলক্ষে কিশোরগঞ্জ থেকে শাহজালালসহ কয়েকজন মৌসুমী গরু ব্যবসায়ী একটি ট্রাকে গরু নিয়ে সুলতানপুরে আসেন। ওই রাতে ট্রাকসহ গরু লুট করতে যান ওয়ার্ড আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর আবুল কালামসহ তার সহযোগীরা। এতে বাধা দেওয়ায় শাহজালালকে গুলি করে হত্যার পর পার্শ্ববর্তী পুকুরে মরদেহ ফেলে দেওয়া হয়। নিহত শাহজালাল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার সাগুলি গ্রামের আবদুল জাব্বারের ছেলে। তিনি প্রতি বছর ফেনীতে এনে কোরবানির পশু বিক্রি করতেন।
এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আল আমিন বাদী হয়ে আবুল কালাম, তার ভাতিজা আশরাফ হোসেন রাজু ও সহযোগী নাঈমুল হাসানের নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কালামের সহযোগী আশরাফ হোসেন ও নাঈমুল হাসানকে গ্রেফতার এবং কালামের রক্তমাখা শার্ট উদ্ধার করে পুলিশ। গ্রেফতারের পর নাঈমুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ ঘটনায় আবুল কালামকে প্রধান আসামি করে থানায় মামলা হলে দীর্ঘ ২০ মাস তিনি পলাতক ছিলেন।
এদিকে চাঞ্চল্যকর মামলাটি তদন্ত শেষে ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক আবদুর রহীম সরকার ২০২২ সালের ৩০ জুন আদালতে ৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। গত ২৫ সেপ্টেম্বর আদালত তা আমলে নিয়ে বিচার কার্যক্রম শুরু করেন।
দীর্ঘ তদন্ত শেষে ২০২২ সালের ৩০ জুন আবুল কালাম, তার দুই সহযোগী আশরাফ হোসেন রাজু ও নাঈমুল হাসানের গরু ব্যবসায়ী শাহজালাল হত্যাকাণ্ডে জড়িত থাকার তথ্যপ্রমাণ পেয়ে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”