শহর প্রতিনিধি,
ফেনী-২ সদর আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেন, এবারের নির্বাচন আওয়ামী লীগের জন্য একটি চ্যালেঞ্জিং নির্বাচন। নির্বাচনের বিরুদ্ধে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে। কিন্তু শেখ হাসিনার দৃঢ়তার কারণে সকল ষড়যন্ত্র ভেস্তে গেছে। তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে শেষ করে প্রমাণ করতে হবে শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণ যোগ্য নির্বাচন সম্ভব।
তিনি বলেন, অতি উৎসাহী হয়ে কেউ জাল ভোট দিবেন না। আমি জাল ভোটের এমপি হতে চাই না। সাধারণ মানুষের ভোটে এমপি হতে চাই। তবে কোন ভোটারদেরকে নৌকায় ভোট দিতে বাধ্য করা যাবে না। ভোটাররা কেন্দ্রে উপস্থিত হলে আমি বিপুল ভোটে জয়ী হবো- ইনশাল্লাহ। সোমবার (০১ জানুয়ারী) দুপুরে একটি কনভেনশন হলে ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ভোটকেন্দ্র প্রধান ও উপপ্রধানদের নিয়ে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। নিজাম হাজারী নেতাকর্মীদের বলেন, সদর ও পৌর ১৪০টি কেন্দ্রের ভোটারদের মাঝে ভোটার স্লিপগুলো বাড়ি বাড়ি গিয়ে পৌঁছিয়ে দিবেন। সবাইকে ভোট কেন্দ্রে আনার দায়িত্ব নিতে হবে।
এছাড়া ৭ তারিখ বিকেলে প্রত্যেক কেন্দ্রে প্রিসাইডিং অফিসার স্বাক্ষরিত ফলাফল বিবরণী বুঝে নিয়ে আওয়ামী লীগের কার্যালয়ে জমা দিতে হবে। । এছাড়া নিজাম উদ্দিন হাজারী সদর উপজেলা আওয়ামী লীগের পথসভার ভূয়সী প্রশংসা করে বলেন, প্রতিটি সভা জনসভায় রূপান্তরিত হয়। দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ভালোবাসা-আন্তরিকতা দেখে তিনি মুগ্ধ হন। ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ বিকম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি হাফেজ আহমদ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।
এছাড়াও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাস্টার আলী হায়দার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোসনা আরা বেগম জুসি। সভায় নৌকায় ভোট চেয়ে ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট বলেন, আমি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার রাজনীতি করি, তবে আমি ফেনীতে নিজাম উদ্দিন হাজারীর কর্মী হিসেবে নৌকায় ভোট চাই। নিজাম হাজারীকে বিপুল ভোটে নির্বাচিত করলে ফেনীর সামগ্রিক উন্নয়ন হবে। মতবিনিময় সভায় কেন্দ্র প্রধান ১১১জন, উপপ্রধান ৩৩৫জন, ১২ ইউনিয়নের সভাপতি-সম্পাদক, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”