বিশেষ প্রতিনিধি:
ফেনী-২ আসনের নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর সমর্থনে ফেনী পৌর আওয়ামী লীগের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) বিকেলে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ফেনী-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী।
নিজাম উদ্দিন হাজারী বলেন, বিএনপির লোকজন লন্ডনে বসবাসরত নেতা তারেক জিয়ার নির্দেশে কিলিং মিশনে নেমেছে, তারা অনেক এমপি প্রার্থীকে হত্যা করার পরিকল্পনা করছে। তাদের এতথ্য ফাঁস হয়ে গেছে, তাই তাদের সে উদ্দেশ্য সফল হবে না। লন্ডনে বসে অপরাজনীতি বন্ধ করে তারেক জিয়াকে দেশে এসে সঠিক রাজনীতিতে ফিরে আসার আহবান জানান ।
নিজাম হাজারী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে। পৌরবাসী শত ব্যস্ততার মাঝেও আমাকে ভালোবেসে এখানে উপস্থিত হয়েছে। তাই ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে আমাকে নৌকায় ভোট দিয়ে ফেনীর উন্নয়ন ও সমৃদ্ধি অব্যাহত রাখতে সহায়তা করার আহবান জানান । তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে আপনার মূল্যবান ভোট প্রয়োগ করবেন। যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন। আমি আওয়ামী লীগের এমপি হিসেবে দায়িত্ব পালন করতে চাই না, সবার এমপি হয়ে কাজ করতে চাই। আমি যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান করি তাতে শুধু আওয়ামী লীগের ছেলে-মেয়েরা লেখাপড়া করবে না, সব দলের ছেলে-মেয়েরা লেখা পড়া করবে। তাই আমি জাল ভোটে এমপি হতে চাই না, আমি আপনাদের ভোটে এমপি হতে চাই। সুতরাং নতুন পুরাতন সব ভোটার মিলে ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের মূল্যবান ভোটটি নৌকায় দিয়ে দেশের উন্নয়ন অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনার আহবান জানান।
ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আয়নুল কবির শামীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট প্রিয়রঞ্জন দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল করিম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এম শাহজাহান সাজু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য হাজী আলাউদ্দিন, জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ প্রমুখ।
এসময় ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ হাজার হাজার সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং বিভিন্ন শ্লোগান দেয়। জনসভা ঘিরে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পরিপূর্ণ হয়ে আশপাশের বিভিন্ন সড়কে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতিতে জনসমুদ্রে রূপ নেয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”