বিশেষ প্রতিনিধি:
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর পক্ষে ব্যবসায়ীদের কাছে নৌকা মার্কায় ভোট চাইলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন। মঙ্গলবার (০২ জানুয়ারি) বিকেলে নিজাম উদ্দিন হাজারীর সমর্থনে ও ফেনী শহর ব্যবসায়ী সমিতির আয়োজনে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি ব্যবসায়ীসহ সাধারণ ভোটারদের কাছে ভোট চান।
এসময় নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মনজুর আলম শাহীন, জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক মেয়র হাজী আলা উদ্দিন, ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আয়নুল কবির শামিম, সাধারণ সম্পাদক ও ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক রিপন, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোশারফ হোসেন, সহ-সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, জুয়েলার্স এসোসিয়েশন ফেনীর সভাপতি আলহাজ্ব ইসমাইল হোসেন খোকন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাচ্চু, সহ-সাংগঠনিক সম্পাদক এয়াকুব আলী হক সাহেব, ফেনী পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু, জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপুসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
এসময় শহরের খাজা আহাম্মদ সড়ক, ভূঁইয়া মার্কেট, কামাল হাজারী মার্কেট, কমলা পট্টি, চাউল বাজার, নারিকেল পট্টি, তাকিয়া রোড ও ইসলামপুর রোডে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের মাঝে নিজাম হাজারীর নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
আ.জ.ম নাছির উদ্দিন বলেন, একজন রাজনীতিবিদের বড় অর্জন সাধারণ মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জন। ইতোমধ্যে তিনি তার কর্মকাণ্ডের মাধ্যমে ফেনীবাসীর হৃদয় জয় করে নিয়েছেন৷ যার কারণেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো ফেনী-২ আসন থেকে নৌকার প্রার্থী করেছেন। এটিই নিজাম হাজারীর কর্মের একটা স্বীকৃতি। দলের জন্য আত্মনিবেদিত হয়ে কাজ করলে শেখ হাসিনা অবশ্যই মূল্যায়ন করেন এটাই তার প্রমাণ।
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোট আপনার পবিত্র আমানত৷ আগামী ৭ তারিখ ভোট কেন্দ্রে এসে নিজাম হাজারীকে নৌকা মার্কায় একটি ভোট দেয়ার অনুরোধ করছি। আসুন আমরা আরেকটি ইতিহাস গড়ি। ফেনী সহ সারা বাংলাদেশকে এগিয়ে নিতে উন্নয়ন অব্যাহত রাখতে ও অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে আবারও নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করি।
ফেনী-২ আসনে নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী বলেন, ফেনীর মানুষ নৌকার প্রার্থী তথা আওয়ামী লীগেকে বিজয়ী করার লক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। তারা নৌকার বিজয়ের জন্য মুখিয়ে আছে। বিগত কয়েকদিনের নির্বাচনি গণসংযোগ ও পথসভায় আমি সাধারণ মানুষের যে গণজাগরণ দেখেছি, আমার দৃঢ় বিশ্বাস আগামী ৭ তারিখ নৌকা মার্কা বিপুল ভোটে জয়ী হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ বারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আসিন হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”