এনজিও প্রতিনিধিদের মতবিনিময় সভা
শহর প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর সাথে ফেনী সদর উপজেলায় কর্মরত এনজিও প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ জানুয়ারি বুধবার বিকেলে ফেনী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনে নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মনজুর আলম শাহীন ও ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট প্রিয়রঞ্জন দত্ত। ফেনী-২ আসনে নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী বলেন, যখন যে সরকার ক্ষমতায় থাকে তখন সে সরকার দেশের উন্নয়ন করেন। এ উন্নয়নের সহযোগী হচ্ছে এনজিও সমূহ। এনজিওদের সার্বিক সহযোগিতায় এই দেশ এগিয়ে যাচ্ছে। ভোটে কী হবে তা পরের কথা।তবে এনজিওদের সাথে এই মতবিনিময় সভায় উপস্থিত হয়ে আমি ধন্য। আজকে আওয়ামী লীগ ভালো কাজ করছে বলেই, জনগণ আওয়ামী লীগের পাশে রয়েছে। ফেনীতে সুন্দর পরিবেশ বজায় থাকায় উন্নয়ন হচ্ছে এবং সব প্রতিষ্ঠান তাদের কার্যক্রম সুন্দরভাবে করতে পারছে। তাই ফেনীর শান্তি ও উন্নয়ন অব্যাহত রাখতে দলমতের উর্ধ্বে উঠে আমাকে নৌকা মার্কায় একটা ভোট দিয়ে বিজয়ী করবেন। ফেনীর মানুষ নৌকার প্রার্থী তথা আওয়ামী লীগেকে বিজয়ী করার লক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। তারা নৌকার বিজয়ের জন্য মুখিয়ে আছে।
আমার দৃঢ় বিশ্বাস আগামী ৭ তারিখ নৌকা মার্কা বিপুল ভোটে জয়ী হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ বারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আসিন হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে ভোটারদের উৎসাহিত করে ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে। শুসেন চন্দ্র শীল বলেন, সরকারের পাশাপাশি দেশে বিভিন্ন এনজিও কর্মকান্ড সুষ্ঠুভাবে পরিচালনার কারনে প্রান্তিক পর্যায়ে অনেক পরিবর্তন এসেছে। স্বাস্থ্য সচেতনতা ও স্যানিটেশান ব্যবস্থাসহ তারা সমাজে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই তাদের কথা সাধারণ মানুষ অত্যন্ত বিশ্বাস করে। এবারের নির্বাচনে জাতীয় দাবি হিসেবে সবাইকে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান তিনি। মনজুর আলম শাহীন বলেন, আপনাদের মাজে তৃনমুল পর্যায়ে সাধারণ মানুষের মাঝে কাজ করার যেমন সুযোগ রয়েছে তেমনি আপনারা বললে ভোটাররা কেন্দ্রে যাবে বলে আমি মনে করি। সবুজ বাংলা নির্বাহী পরিচালক জয়নাল আবেদীন রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এফএইচডিএফ এর চেয়ারম্যান অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু, একতা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রোকেয়া ইসলাম, গ্রামীণ প্রোগ্রেস এর চেয়ারম্যান জসিম উদ্দিন, আরবান ইয়ুথ সোসাইটির নির্বাহী পরিচালক লিয়াকত আলী আরমান, ওপেক এর নির্বাহী পরিচালক আনোয়ারুল আজিম প্রমুখ।
এছাড়া মতবিনিময় সভায় ফেনী সদরের ৩৮টি এনজিও প্রধান, নির্বাহী পরিচালক ও কর্মকর্তারা অংশ নেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”