সদর প্রতিনিধি
ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বেতাগাঁও বটতলা পোদ্দার পুকুরে ভাসছে নির্বাচনী প্রচারণার দৃষ্টিনন্দন নৌকা। নৌকায় দৃষ্টিনন্দন আধুনিক এলইডি বাতিতে আলোকিত করা হয়েছে। ফেনী-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর পক্ষে এই নৌকাগুলো। মনোরম এই দৃশ্যটি রাতের বেলায় দেখেও অনেক নান্দনিক লেগেছে। তাইতো রাতের বেলায় এটি দেখতে নারী-পুরুষ ভোটার এবং শিশুসহ নানান বয়সের মানুষ ভীড় করছে।
ফেনী-২ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর পক্ষে এটি তৈরি করেছেন ফেনী জেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক নিজাম পাটোয়ারী।
বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বেতাগাঁও বটতলাএলাকায় ফেনী জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিবসহ যুবলীগ নেতারা এটি পরিদর্শন করেন এবং প্রচারণার শেষদিন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকার লিপলেট বিতরণ করে প্রচারণা চালান।
ওই এলাকার বিভিন্ন রাস্তার পাশে প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর ছবিসহ নৌকার পোষ্টার, ফেস্টুন এবং বিলবোর্ড পাশাপাশি লাগানো হয়েছে সড়ক বাতি। ফলে নৌকায় দৃষ্টিনন্দন বাতি নজর কেড়েছে পথচারীসহ স্থানীয় বাসিন্দাদের।
জেলা যুবলীগের দপ্তর সম্পাদক নিজাম পাটোয়ারী বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী আস্থাশীল একজন সৈনিক। তাই ফেনী- ২ আসনে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী পক্ষে নৌকার বিজয় নিশ্চিত করতে নিজ এলাকার কাজ করছি। এরই অংশ হিসেবে আমার বাড়ির আঙ্গিনাসহ আশপাশের সড়কে সুসজ্জিত এবং বাড়ির সামনে পুকুরে নৌকা প্রতীকে আলোকসজ্জা করেছি। এটি দেখতে প্রতিদিন ভোটাররাসহ নানা বয়সের মানুষ আসছে।
জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব এর নেতৃত্বে নৌকার প্রচারণায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”