শহর প্রতিনিধি:
ফেনী পৌরসভার ৭নং ওয়ার্ডের বারাহিপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ চারজনকে আওয়ামী লীগ নেতারা পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে খাজুরিয়া রাস্তার মাথার পাশে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনার রাতে দাগনভূঁঞা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল্লাহ আল মামুনসহ কয়েকজন খাজুরিয়া রাস্তার মাথায় ব্যাডমিন্টন খেলা শেষে পাশে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় আওয়ামী লীগের কয়েকজন নেতা তাদের ঘেরাও করে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছেন এবং তাদের সাথে থাকা মোবাইল সেটসহ নগদ টাকা নিয়ে যায়। পরে তাদের ছেড়ে দেয়। আহতদের মধ্যে দাগনভূঁঞা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল্লাহ আল মামুনের মাথায় পাঁচটি সেলাই দেয়া হয়েছে। অন্যরা গোপনে চিকিৎসা নিচ্ছে বলে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা অভিযোগ করেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল গণমাধ্যম কর্মীদের জানান – ৭নং ওয়ার্ডের কাউন্সিলর বাহার উদ্দিন বাহারের উপস্থিতিতে আওয়ামী সন্ত্রাসীরা স্বেচ্ছাসেবক দলের দাগনভূঁঞা উপজেলা সভাপতি মামুনসহ চারজনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে মারাত্মক আহত করেছেন এবং তাদের সাথে থাকা মোবাইলসেটসহ নগদ টাকা নিয়ে যায়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
এ প্রসঙ্গে কাউন্সিলর বাহার উদ্দিন বাহারের নিকট জানতে চাইলে তিনি বলেন, বিএনপি সন্ত্রাসীরা যুবদল নেতা গিয়াস উদ্দিন খোন্দকারের বাড়ির পাশে অন্ধকারে বসে নাশকতার পরিকল্পনা করছে, এসময় স্থানীয় আশপাশের লোকজনসহ যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তাদের জনতার হাত থেকে উদ্ধার করে ছেড়ে দিয়েছি এবং মোবাইলসহ তাদের থাকা টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে। ফেনী মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, এই ঘটনায় ফেনী থানায় কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন ও সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”