ছাগলনাইয়া প্রতিনিধি:
দেবপুর ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মনুরহাট, ছাগলনাইয়া, ফেনীর শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত মিলনমেলার সর্বাত্মক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে মাদ্রাসা অডিটোরিয়াম কক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহমদ মজুমদারের সভাপতিত্বে মিলনমেলা উদযাপন কমিটির সদস্য সচিব প্রকৌশলী এম. হোসাইন পাটোয়ারী মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও শিক্ষাবিদ দিদারুল আলম মজুমদার।
সভায় আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক হাসান মাহমুদ, অধ্যাপক মোহাম্মদ উল্লাহ, মাষ্টার মোতাহের হোসেন লিটন, মাওলানা শেখ মহিউদ্দীন পাটোয়ারী, মাওলানা ইব্রাহিম চেয়ারম্যান, মাওলানা আজিজ উল্লাহ, ছাইদুল হক ভূঁইয়া, আমীন আহমেদ, মাওলানা নুরুল আবছার, মাওলানা আব্দুল হালিম, মাওলানা মাহফুজুর রহমান, নাছির উদ্দিন, মাওলানা রশিদ আহমদ শাহীন, হাফেজ ফারুক আহমদ শামীম প্রমুখ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা উক্ত মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের সাথে একটি সেতুবন্ধন তৈরির উদ্দেশ্যে আগামী ১৭ই ফেব্রুয়ারি এ মাদ্রাসা ক্যাম্পাসে সবাই মিলিত হবো, ইনশাআল্লাহ। এই উদ্দেশ্যে রেজিষ্ট্রেশন কার্যক্রম ব্যাপক সাড়া জাগিয়েছে। এতে শিক্ষা মন্ত্রী মহোদয় প্রধান অতিথি ও স্থানীয় এমপি মহোদয়কে প্রধান বক্তা হিসেবে পাওয়ার সম্ভাবনার কথাও এসময় তিনি উল্লেখ করেন।
মাদ্রাসা কমিটির সহ-সভাপতি ও মিলনমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শিল্পপতি মিজানুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য উক্ত মিলনমেলা শেষে বর্ণাঢ্য ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থেকে উক্ত মিলনমেলা সাফল্য মন্ডিত করার জন্য আহ্বান জানিয়ে বক্তাগণ বিভিন্ন পরামর্শ দিয়ে বক্তব্য শেষ করেন। গঠিত উপ-কমিটির আহ্বায়ক ও সদস্যদের যথাযথ পদক্ষেপ চেয়ে এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করে সভাপতির মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”