বিশেষ প্রতিনিধি
ফেনীতে স্বর্ণ ব্যবসায়ীর চুরি হওয়া ২৪ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তথ্য প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্স কাজে লাগিয়ে অভিযুক্ত মো. সুমনকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) দুপুরে ফেনী মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা।
থোয়াই অংপ্রু মারমা জানান, গত ২ জানুয়ারি চট্টগ্রামের ভূজপুর থানার কাজীরহাট বাজারের মল্লিকা জুয়েলার্সের ম্যানেজার কার্তিক চন্দ্র ঘোষ একই এলাকার মো. সুমন ও তার ব্যবহৃত মোটরসাইকেল ভাড়া করে ফেনী বড় বাজারে স্বর্ণ মার্কেট গোপাল পট্টিতে আসেন। পরবর্তীতে দু’টি দোকানে ৩০ লাখ টাকার স্বর্ণ বিক্রি করে তা একটি ব্যাগে ভর্তি করেন। সেখান থেকে বের হওয়ার সময় ভুলে সেলফোন ফেলে যান। মোটরবাইকে ফিরতি পথে চলার পূর্ব মুহূর্তে সেলফোনের কথা মনে পড়লে মোটরবাইকে টাকার ব্যাগ রেখে স্বর্ণ দোকানে ফিরে যান। এসময় মোটর সাইকেল রাইডার টাকা নিয়ে সটকে পড়েন।
তিনি জানান, এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী। পরে তথ্য প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্স কাজে লাগিয়ে চুরি হওয়া ৩০ লাখ টাকার মধ্যে ২৪ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন চট্টগ্রামের হাটহাজারী থেকে অভিযুক্ত মো. সুমনকে গ্রেফতার ও তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত সুমন চট্টগ্রামের ভূজপুর থানার বৈদ্দপাড়া গ্রামের মৃত আবদুস সালামের ছেলে।
থোয়াই অংপ্রু মারমা জানান, বাইক রাইডার মো. সুমনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে চট্টগ্রামের ভুজপুর থানায় দুইটি এবং খাগড়াছড়ির মানিকছড়ি থানায় একটি মামলা রয়েছে। ফেনী থেকে টাকা চুরির মামলায় রবিবার বিকেলে তাকে আদালতে নেওয়া করা হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী, পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. শফিকুর রহমান।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন