বিশেষ প্রতিনিধি
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত বাংলাদেশির নাম নুরুল হুদা লিটন (৩২)। তার বাড়ি ফেনীর দাগনভূঞা পৌরসভার ৯ নং ওয়ার্ড পূর্ব জগতপুর গ্রামে ও লাল মোহাম্মদের বাড়ির এবাদুল হকের ছেলে।। ২৬ জানুয়ারি শুক্রবার রাতে দক্ষিণ আফ্রিকায় জোহান্সবাগে লিটনের নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। শনিবার বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে এ হত্যার ঘটনা ঘটে।
দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত নুরুল হুদার ছোট ভাই নুরুল আলম মুঠোফোনে পরিবারের সদস্যদের এ তথ্য জানিয়েছেন। দাগনভূঁঞা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দক্ষিণ আফ্রিকায় অবস্থিত স্বজনদের সঙ্গে কথা হয়েছে। তার লাশ দেশে আনার প্রস্তুতি চলছে।
নুরুল হুদার জ্যাঠাতো ভাই মনির হোসেন বলেন, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের হিলব্রু এলাকায় ব্যবসা করতেন নুরুল হুদা। সেখানে তার দুটি দোকান রয়েছে। এর মধ্যে একটি নুরুল হুদা নিজে দেখাশোনা করতেন। আরেকটি তার ছোট ভাই নুরুল আলম চালায়।
তিনি জানান, কিছুদিন ধরে এক প্রবাসী বাংলাদেশির সঙ্গে ব্যবসায়িক লেনদেন নিয়ে নুরুল হুদার বিরোধ চলছিল। শনিবার সকাল ৯টার দিকে দোকানের সামনের সড়কে নুরুল হুদাকে একা পেয়ে সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায়। আশপাশের লোকজন দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে এর কিছুক্ষণ পর তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারীর ১৫ তারিখ নুরুল হুদার দেশে আশার কথা ছিল। তার বিয়ের জন্য বাড়িতে কনে দেখে রাখা হয়েছিল। তার মৃত্যুতে বিয়ের আগেই ভেঙ্গে যায় হবু বধুর স্বপ্ন। এ জন্য বাড়িতে একতলা ভবনের কাজও শেষ করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন