স্টাফ রিপোর্টার:
ফেনীর দারুছুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক ও বাইতুর রহমত জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল খালেক ২০২০-২০২১ অর্থবছরের জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার ইমাম সম্মেলনে তাঁর হাতে স্বীকৃতি হিসেবে ক্রেস্ট, সনদ ও চেক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ।
ইসলামিক ফাউন্ডেশন ফেনী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মীর মোহাম্মদ নেয়ামত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মহিউদ্দিন মজুমদার, বিরিঞ্চি মাদ্রাসার অধ্যক্ষ শাহ মোহাম্মদ ইয়াছিন ও ফেনী জেলা ইমাম সমিতির সভাপতি বরকত উল্যাহ।
ইমাম প্রশিক্ষণ একাডেমী ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে জেলার শ্রেষ্ঠ ইমাম বাছাই ও প্রদান করা হয়েছে। এতে মাওলানা আবদুল খালেক ২০২০-২০২১ অর্থবছরের জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন।
মাওলানা মো. আবদুল খালেক খাঁন ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ডোমুরুয়া গ্রামের মৌলভী আবদুল আউয়াল খাঁন ও মোমেনা বেগমের সন্তান। তিনি বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় সুনামের সাথে চাকুরি করেন। বর্তমানে একটি জামে মসজিদের খতিব ও মাদ্রাসায় শিক্ষকতা করছেন।
এদিকে তাঁর এই অর্জনে বিভিন্ন মহল তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।মাওলানা আবদুল খালেক জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং সংশ্লিষ্ট সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”