দেবপুর মাদ্রাসার শতবর্ষ পূতি উৎসব
তিন প্রজন্মের মিলন মেলা-স্মৃতিচার
বিশেষ প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়া উপজেলার দেবপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শতবর্ষ পূতি উৎসবে তিন প্রজন্মের মিলন মেলায় পরিনত হয়েছে। একজন বর্তমান শিক্ষার্থী, তার বাবা এবং দাদা এ মিলন মেলায় যোগ দিয়েছেন। তার বাবা এবং দাদাও এ মাদ্রাসায় লেখাপড়া করেছিলেন। শতবর্ষী প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একে অপরকে কাছে পেয়ে জড়িয়ে ধরে আবেগ আপ্লুত হয়ে পুরানো স্মৃতিচারন ও অনেক কথাই মনে করিয়ে দিচ্ছেন।
মাদ্রাসার ভাপ্রপাপ্ত অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহমদ মজুমদার বলেন-তিনি এ মাদ্রাসার ছাত্র ছিলেন। তার চার ছেলে মেয়েও এ মাদ্রাসায় লেখাপড়া করেছে। বর্তমানে তার দুই নাতী এ মাদ্রাসায় লেখাপড়া করে।
মোহাম্মদ এনামুল হক ১৯৭৫ সালে এই মাদ্রাসা থেকে দাখিল পাশ তার ছেলে মোহাম্মদ মুমিন এই মাদ্রাসা থেকে দাখিল পাশ করেছে এবং তার নাতি নাতনিও পড়াশোনা করছেন। আবুল কালাম নামে দাখিল শ্রেণির একজন ছাত্র জানায়-তার বাবা এবং দাদাও এ মাদ্রাসায় লোখাপড়া করেছে। তারা সবাই মাদ্রাসার শতবর্ষ উৎসব অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
১০ ফেব্রুয়ারী শনিবার মাদ্রাসার মাঠে এ শতবর্ষ পূতি উৎসব আয়োজন করা হয়। সকাল থেকে নবীন প্রবীন হাজারো শিক্ষার্থীর মিলন মেলায় মাদ্রাসা মাঠ আনন্দমুখর হয়ে ওঠে। তার আগে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উৎসবে যোগ দেওয়ার জন্য তাদের নাম নিবন্ধন করেন।
উৎসবের শুরুতে মাদ্রাসা মাঠেই উৎসবের উদ্ধোধন ঘোষনা করা হয়। মাদ্রাসা পরিচালনা পর্ষদের (জিবি) সহসভাপতি ও শতবর্ষ উৎসব প্রস্তুতি কমিটির আহ্বায়ক মিজানুর রহমান মজুমদারের সভাপতিত্বে ও এম হোসাইন মিলন এবং নাসির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন । প্রধান আলোচক ছিলেন ইসলামী আরবী বিশ^বিদ্যালয়-ঢাকার প্রো ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ, কি নোট স্পিকার ছিলেন- চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক আ.ক.ম. আবদুল কাদের। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও মাদ্রাসা পরিচালনা পর্ষদের (জিবি) সভাপতি অভিষেক দাশ, মাদ্রাসার ভাপ্রপাপ্ত অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহম্মদ মজুমদার, দৈনিক সমকালের সহযোগী সম্পাদক লোটন একরাম, রাঙ্গমাটি সরকারী কলেজের অধ্যক্ষ ও মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী এনামুল হক খোন্দকার এবং অনুষ্ঠান উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক দিদারুল আলম মজুমদার প্রমুখ । বক্তব্য রাখেন মাদ্রাসার প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুল হক। বিকেলে মাদ্রাসা মাঠে ইসলামীক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন