স্টাফ রিপোর্টার:
ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা যুবদলের সাবেক সভাপতি গাজী হাবিব উল্লাহ মানিক মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) আদালতের আদেশে জামিন পেয়ে দীর্ঘ প্রায় ৯০ দিন পর ফেনী কারাগার থেকে মুক্তি লাভ করেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে শতাধিক মামলা রয়েছে। তার আইনজীবী ইউসুফ আলমগীর চৌধুরী ও মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, আদালতের আদেশে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক জামিনে মুক্তি লাভ করেন।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী জানান, দীর্ঘদিন আওয়ামী সরকারের মিথ্যা মামলায় কারাভোগের পর বিএনপি নেতা গাজী হাবিব উল্লাহ মানিক মুক্তি লাভের খবরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের মাঝে আনন্দ বিরাজ করে। তারা তাদের প্রিয় নেতাকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানান ও একে অপরকে মিষ্টিমুখ করান। অপরদিকে ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক জামিনে মুক্তি পেয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং তাঁর আইনজীবী,
দলীয় নেতাকর্মী ও বন্ধু-শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে নিম্ন আদালতের আদেশে ফেনী কারাগারে থেকে মঙ্গলবার বিকেলে মুক্তি লাভ করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক।
উল্লেখ্য, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক ২০২৩ সালের ১২ নভেম্বর দলীয় কর্মসূচি সফল করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে মিছিল বের করলে পুলিশ ধাওয়া করে মিছিল পন্ড করে দেয় এবং গাজী মানিককে গ্রেপ্তার করেন।তখন পুলিশের হামলায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”