ফেনী সিটি গার্লস স্কুলের সংবর্ধনায় মেয়র স্বপন মিয়াজী
শহর প্রতিনিধি ঃ
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট বাংলাদেশের হাল ধরবে। স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখছে, তা নতুন প্রজন্মই বাস্তবায়ন করবে। এজন্য তোমাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
আমাদের পরিবেশ আমাদেরকে ঠিক রাখতে হবে। যত দিন বেঁচে থাকবে মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। পিতা মাতার কথা মতো চললে সে সন্তান শিক্ষা জীবনে ও কর্মজীবনে সফলতা অর্জন করতে পারবে। আমরা দেখেছি অনেক উচ্চ শিক্ষিত লোকজন বৃদ্ধ পিতা, মাতার খবর নেয় না। এ ধরনের উচ্চ শিক্ষিত মেধাবী আমাদের প্রয়োজন নেই। শিক্ষার্থীদের ভালো পড়ালেখা করে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে আমৃত্য পিতামাতার প্রতি সম্মান দেখাতে হবে। সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। ধর্মীয় শিক্ষা নিতে হবে। কর্মজীবনে দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে, তাহলেই দেশ সহজেই এগিয়ে যাবে এবং সমাজ পাল্টে যাবে। তিনি বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর পরিচ্ছন্ন ও নান্দনিক পৌরসভা গড়তে বিভিন্নমুখী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। এক সময় খাল ও ড্রেন ময়লা আবর্জনা ফেলে জলাবদ্ধতা তৈরি হতো।
কিন্তু আমি দায়িত্ব নেয়ার পর প্রথমে জলাবদ্ধতা নিরসন ও পরিচ্ছন্ন শহর গড়তে কাজ শুরু করেছি। সবার সম্মিলিত প্রচেষ্টা কিছুটা হলেও সফল হয়েছি। পৌর নাগরিকেরা সচেতন হলে স্মার্ট ফেনী পৌরসভা গড়া সহজ হবে। তিনি আরো বলেন, বর্তমান প্রেক্ষাপটে কিশোর গ্যাং একটি সামাজিক ব্যাধি হিসেবে রূপ নিয়েছে। এর থেকে বাঁচতে হলে অভিভাবকদের সচেতন ও দায়িত্ববান হতে হবে। আপনাদের সন্তানদের দৈনন্দিন বিষয়ে খোঁজ খবর রাখতে হবে সে কার সাথে মিশছে, কার সাথে আড্ডা দিচ্ছে? এতে আপনার সন্তান খারাপ পথে যাওয়ার সুযোগ নেই। কিশোর গ্যাং নির্মূল করতে হলে সামাজিক সচেতনতার প্রয়োজন। আজকের অনুষ্ঠানে সিটি গার্লস স্কুলের শৃঙ্খলা দেখে আবিভূত হয়েছি। আজকের শিক্ষার্থীরাই আগামীর কর্ণধার। তাই তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ১৬ ফেব্র“য়ারী শনিবার ফেনী সিটি গালর্স হাই স্কুল মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফেনী সিটি গার্লস স্কুলে গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে বিজয়ী ৭৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী সিটি গালর্স হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ এম মামুনুর রশীদ। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা শিক্ষা অফিসার মো. শফী উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, ফেনী পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশীদ মজুমদার ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। সংর্বধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক কেবিএম শাহজাহান সাজু ও সাবেক ছাত্রনেতা ইয়াসিন আরাফাত রাজু প্রমুখ। এসময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে বিজয়ী ফেনী জেলার ৬২ শিক্ষা প্রতিষ্ঠানের ৭৪ কৃতি শিক্ষার্থীকে ক্রেষ্ট ও সনদ দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। শেষে উপস্থিত অতিথিবৃন্দ তাদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন। এদিকে অনুষ্ঠানে বিজ্ঞান মেলা প্রদর্শন করায় ১৬ শিক্ষার্থীকে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ৫০ হাজার টাকার বৃত্তি প্রদান করেন। এছাড়াও বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দের আশ্বাস দেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”