শেখ আশিকুন্নবী সজীবঃ
ফেনীতে লায়ন্স ক্লাব অব ফেনী ও ফেনী গোল্ডের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ক্লাব দুইটির অফিসার্সসহ নতুন মেম্বারদের (২০২৩-২৪) লায়ন বর্ষ পরিচালনার জন্য শপথ পড়ানো হয়।
গত শুক্রবার সন্ধ্যায় শহরের একটি গণমিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট লায়ন রফিকুল হক নিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন জেলার ৩১৫ বি২ এর গভর্নর লায়ন আহম্মদ উজ্জামান এমজেএফ।
অনুষ্ঠানের এক পর্যায়ে প্রেসিডেন্ট রফিকুল হক নিপু (২০২৩-২৪) সেশনের নির্বাচিত প্রেসিডেন্ট লায়ন শহীদুল আলম ভূঁইয়াকে দায়িত্ব হস্তান্তর করেন।
অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব ফেনীর সেক্রেটারি লায়ন এডভোকেট শাহজাহান সাজু ও ফেনী গোল্ডের সেক্রেটারি লায়ন তাহমীনা তোফা সীমার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলার সদ্য প্রাক্তন গভর্নর লায়ন আনোয়ারুল বাসেত এমজেএফ। গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন জেলা কেবিনেট ট্রেজারার লায়ন নুরুল হক এমজেএফ।
অন্যান্য অতিথিরদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কাউন্সিল অব চীপ এডভাইজর লায়ন রুহুল আমিন ভূঁইয়া, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন জাফর ইকবাল, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, কনসার্ন জোন চেয়ারপার্সন লায়ন ডা: শহীদুল ইসলাম,দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, লায়ন্স ক্লাব অব ফেনী গোল্ডের প্রেসিডেন্ট লায়ন আমেনা সিদ্দিকা রীতা, লায়ন্স ক্লাব ফেনীর প্রাক্তন সভাপতি লায়ন মোজাম্মেল হক বাবুল, লায়ন আবুল কালাম ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট লায়ন জাফর উল্ল্যাহ, ট্রেজারার লায়ন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন মামুন ও ফেনী গোল্ডের ট্রেজারার লায়ন রাজিয়া আক্তার সুমী, লিও জেলা ও ফেনী লিও ক্লাবের প্রাক্তন সভাপতি লায়ন আবদুর রহমান সুজন, নাজমুল হক শামীম, সাংবাদিক আসাদুজ্জামান দারা,নজির আহমেদ রতন,শেখ আশিকুন্নবী সজীবসহ অন্যান্য লায়ন্স, লিও ও অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষ ভাগে সদ্য শপথ নেওয়া নতুন প্রেসিডেন্ট শহীদুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে লায়ন্স নেতারা বক্তব্যের মাধ্যমে ফেনী লায়ন্স ক্লাবের ভূয়সী প্রশংসা করেন এবং এডিটর লায়ন তোফায়েল আহমেদ রনির ব্যবস্থাপনায় দৃষ্টিনন্দন ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন।
শেষে র্যাফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”