বিশেষ প্রতিনিধি>>
ফেনীর সোনাগাজীতে এসএসসি পরীক্ষায় বখতারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তথ্য গোপন ও দায়িত্বে অবহেলার দায়ে হল সুপার সহ দুইজন কে বহিষ্কার দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বখতারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক গোলাম মাওলাকে তথ্য গোপন ও হল সুপার হোসাইন আহম্মদ আলমগীরকে দায়িত্বে অবহেলার কারণে অব্যহতি দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। । আলমগীর বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বগাদানা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি।
বখতারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব নুরুল আলম বহিষ্কার করার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বখতারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান কেন্দ্রে প্রবেশ করলে একজন শিক্ষককে তার পরিচয় জানতে চাইলে শিক্ষক জানান তার নাম গোলাম মাওলা। তিনি স্থানীয় কাজীরহাট মডেল উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক বলে পরিচয় দেন। শিক্ষকের কথা অসংলগ্ন মনে হওয়ায় ইউএনও কাজীরহাট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক উদ্দিনকে ফোন করে তার সম্পর্কে জানতে চাইলে তিনি জানান এ নামে কাজীরহাট মডেল উচ্চ বিদ্যালয়ের কোনো শিক্ষক নেই। তখন ইউএনও গোলাম মাওলাকে সঠিক তথ্য দেওয়ার জন্য বললে জানান, তিনি মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। মাধ্যমিক শিক্ষা নিয়ম অনুযায়ী যে বিষয়ের পরীক্ষা সে বিষয়ের শিক্ষক কেন্দ্রে ডিউটি করতে পারেন না।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান বলেন, পরিচয় গোপন করে কেন্দ্রে দায়িত্ব পালন ও ইংরেজি বিষয়ের শিক্ষক হয়েও ইংরেজি পরীক্ষায় দায়িত্ব পালন করার অপরাধে শিক্ষক গোলাম মাওলাকে ও দায়িত্বে অবহেলার দায়ে হল সুপারকে বহিষ্কার করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন