শহর প্রতিনিধি:
ফেনীতে ৬ দিনব্যাপী অমর একুশে বইমেলা দর্শনার্থী, বই প্রেমী ও বই ক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে রূপ নিয়েছে প্রাণের মেলায়। শহরের ট্রাংক রোডের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত ৬ দিনব্যাপী অমর একুশে বইমেলা এখন জমজমাট। ফলে আয়োজক কমিটির পক্ষ থেকে মেলার সময় আরো দুইদিন বাড়িয়েছেন। ফেনীর বই মেলা শেষ হবে আগামী ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। ফেনীর মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত বইমেলা দারুনভাবে জমে উঠেছে। মেলায় প্রতিদিন উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। শহীদ মিনারের চারপাশে মোট ১৬টি স্টলে বই বিকিকিনি চলছে। মাঝের ফাঁকা জায়গায়,গেইটে সামনের ফুটপাতে মঞ্চের দুইপাশ মিলিয়ে বইপ্রেমী নারী পুরুষের উপচেপড়া ভিড়। অমর একুশে মঞ্চে স্বরচিত কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যনাট্যের বাদ্যযন্ত্রের সুর মূর্ছনা ও নৃত্যের ঝংকারে বইমেলা হয়ে উঠে প্রাণবন্ত।
সোমবার ৫ম দিনে মেলায় দর্শনার্থীদের বেশ ভিড় দেখা গেছে। বিক্রয়ে সন্তোষ প্রকাশ করেন স্টল মালিকেরা। বিকেল থেকে চত্বরে দ্রুত ভিড় বাড়তে থাকে। সন্ধ্যার আগেই , মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। বিশেষ করে সন্ধ্যার পর ভিড়ের তীব্রতা বেড়ে যায়। মেলায় সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করছেন বিভিন্ন বয়সী দর্শকরা। অনেকে পরিবার-পরিজন নিয়েও মেলায় আসছেন। মেলায় আগত দর্শনার্থীদের প্রেরণা যোগাতে নিয়মিত মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে ফেনী পৌরসভার জননন্দিত মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও মেলা উদযাপন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরসহ অন্যান্যরা। মেলায় বিভিন্ন স্টলে গিয়ে দেখা যায়, পাঠকরা সবাই বেশ উৎসুক। কেউ বই কিনছেন, কেউবা বইয়ের পাতা উল্টে দেখছেন। আবার অনেকে বই কিনে প্রিয় মানুষদের উপহার দিচ্ছেন। বিভিন্ন জায়গায় আড্ডা জমতে দেখা যায়।
অনেকেই বই উল্টেপাল্টে দেখছিলেন। সন্ধ্যা গড়ালে বেড়ে ওঠে বিক্রয় কর্মীদের ব্যস্ততা। সব মিলিয়ে অমর একুশে বইমেলার চিরচেনা রূপটা দেখা গেছে।
কবি ও লেখক নুরুল আমিন হৃদয় বলেন, দীর্ঘদিন পর ফেনীতে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে, এতে আমরা আনন্দিত। এখানে ফেনী ছাড়াও আশ-পাশের বিভিন্ন জেলার লেখক-পাঠকের সম্মিলন ঘটছে। মেলাটি আগামীতে আরো বড় পরিসরে আয়োজন করা যেতে পারে। ব্যাপক প্রচারণা চালালে প্রত্যন্ত গ্রামের পাঠকরাও মেলায় আসবে। তাদের প্রিয় লেখকের বইগুলো সংগ্রহ করবে। লেখকদের মাঝে নতুন নতুন বই প্রকাশের আগ্রহ বৃদ্ধি পাবে। মেলায় আগত পাঠক জাফর আহম্মদ জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর ফেনীতে আবার বইমেলা চালু হওয়ায় পাঠকরা খুবই উজ্জীবিত। কৃষ্ণচূড়া স্টলের পরিচালক সুরঞ্জিত নাগ বলেন, মেলায় বইয়ের বেচা-বিক্রি বেশ ভালো হচ্ছে। ফেনীতে বই মেলা হচ্ছে এটাই আনন্দের। পাঠক ও সাংস্কৃতিক ব্যক্তিদের কাছে এ মেলা খুবই গুরুত্বপূর্ণ। পাঠক এখানে এসে বই দেখেন, বই ক্রয় করেন। এজন্য এ বই মেলা প্রতিবছর যেন আয়োজন করা হয়। ঢাকা থেকে আসা সাহিত্যদেশ স্টলের মিল্লাত আল জিসাদ বলেন, ফেনীতে বই পড়ার প্রতি মানুষের আগ্রহ বেশি। ঢাকায় অনেকে শুধু ছবি তোলে। এখানে ছবি তোলার চেয়ে পাঠক ও বইয়ের ক্রেতা বেশি। এটা দেখে আমার ভালো লাগছে এবং বিক্রিও ভালো হচ্ছে।
উল্লেখ্য, ২২ ফেব্রুয়ারি ফেনী পৌরসভার আয়োজনে বই মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সভাপতিত্বে ও সাংস্কৃতিক সংগঠক অ্যাডভোকেট রাশেদ মাজহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার জাকির হাসান। মেলা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা পাঠকদের জন্য উন্মুক্ত। পাশাপাশি ফেনীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে প্রতিদিন চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় অংশ নিয়েছে ১৬টি স্টল।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”