শেখ আশিকুন্নবী সজীব:
বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই বেড়েছে মশার উপদ্রব। মশার কামড়ে অতিষ্ঠ ফেনী পৌরবাসী। অনেকে মশার যন্ত্রণা থেকে বাঁচতে তিনবেলা ব্যবহার করছেন মশার কয়েল।কিন্তু মশার কয়েলে কোন লাভ হচ্ছে না।
ড্রেন-ডোবায় পানি জমে থাকায় মশার উপদ্রব বেড়েছে বলে অভিযোগ পৌরবাসীর।পৌরসভার দায়িত্বপ্রাপ্ত পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন শহরের প্রত্যেকটি রাস্তাঘাট ঝাড়ুর মাধ্যমে পরিষ্কার করলেও মশার উপদ্রব কমছে না।
ফেনী পৌর এলাকার মিজান রোড,নাজির রোড,পাঠানবাড়ী এলাকা,শান্তি রোড,খাজুরিয়া,গাজী ক্রস রোড,বারাহীপুর,বনানী পাড়া,কদলগাজী রোড,বিরিঞ্চি,মাষ্টার পাড়া,সহদেবপুর,রামপুরসহ শহরের বিভিন্ন ওয়ার্ডে মশার উপদ্রব চরম পর্যায়ে।
ফেনী সরকারি কলেজের এক শিক্ষার্থী বলেন, মশা শুধু কামড়ায় না, সারাক্ষণ কানের পাশে ভনভন করে।সকাল,বিকেল ও রাতের বেলা কয়েল জ্বালানোর কারণে শ্বাস নিতে কষ্ট হয়। কয়েল বন্ধ করলে আবার মশার উপদ্রব বেড়ে যায়।
শহরের বনানী পাড়ার বাসিন্দা শরীফ উদ্দিন বলেন, ‘মশার যন্ত্রণায় ঘরে থাকা যায় না। শুধু রাতেই নয়, দিনের বেলায়ও মশার যন্ত্রণায় অতিষ্ঠ আমরা। দিনের বেলায় ধুপ দিয়ে ধোঁয়া দিই, কয়েল জ্বালানোর পরও মশা যায় না।ফেনী পৌরসভা থেকে মশার ওষুধ ছিটানো হচ্ছে না।
বাসায় ছোট বাচ্চা আছে,মশার যন্ত্রণায় বাচ্চাগুলো দিনের বেলায় ঘুমাতে পারেনা।
ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহের বলেন, ‘ওষুধ কার্যকরী না হলে মশানিধন সম্ভব হবে না। নিয়মিত ড্রেন-ডোবা পরিষ্কার করতে হবে।
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ‘নিয়মিত ওষুধ ছিটানো হচ্ছে,
বর্তমানে পবিত্র রমজান মাস চলছে,রোজা রেখে রোজাদারদের কষ্ট লাঘবের জন্য ফগার মেশিনের মাধ্যমে ধোঁয়া ও উচ্চ ক্ষমতা সম্পন্ন ওষুধ ছিটানো আপাতত সীমিত করা হয়েছে।
ঈদের পরেই শহরের প্রত্যেকটি এলাকায় মশক নিধনে বড় ধরনের কার্যক্রম হাতে নেয়া হবে।
পৌরবাসীর যে কোন প্রকারের সেবা দেয়ার লক্ষে ফেনী পৌরসভা কাজ করে যাচ্ছে এবং যাবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”