ফেনীর বিজয়সিংহ দিঘীর পাড়ে ঈদের ২য় দিন শুক্রবার বিকেলে ফেনী সাহিত্য সভার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ফেনী সাহিত্য সভার সদস্যরা ছাড়াও উপস্থিত থেকে ঈদ আড্ডায় অংশ নেন দৈনিক প্রথম আলো পত্রিকার কনটেন্ট ম্যানেজার ও সাহিত্যিক খায়রুল বাবুই । অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজ পাঠক সংগঠন ‘পাঠক ফোরাম’র ঢাকা পরিবার তথা কেন্দ্রীয় কমিটির সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, উপদেষ্ঠা কাজী সেলিম উদ্দিন ও সংগঠক জোটন সোম।
ফেনী সাহিত্য সভার আহবায়ক কবি শাবিহ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সভার সদস্য সচিব কবি বকুল আকতার দরিয়া। আলোচনায় অংশ নেন রম্য লেখক নুরুল আমিন হৃদয়, কবি সালেহা খানম, কবি রাবেয়া সুলতানা, কবি নাজিম উদ্দীন মাহমুদ ভূঁঞা ও কবি আর কে শামীম পাটোয়ারী।
অনুষ্ঠানে অতিথিরা ফেনী সাহিত্য সভার কর্মতৎপরতা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁদের দৃষ্টিগোচর হয়েছে বলে জানান। একইসাথে বহুমুখী সৃজনশীলতার জন্য এই সংগঠনের সাথে তাদের নিজস্ব অবস্থান থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ভোরের কাগজ পাঠক সংগঠন ফেনী সাহিত্য সভার সাথে সংগঠনগতভাবে কাজ করতে আগ্রহী বলে পাফো সভাপতি ঘোষনা দেন। নুরুল আমিন হৃদয় ও শামীম পাটোয়ারী তাদের বক্তব্যে বলেন, সারাদেশে পাঠক সৃষ্টিতে পাঠক ফোরামের রয়েছে তাৎপর্যময় ভূমিকা। এই সংগঠনের সংগঠকরা আজ ফেনী সাহিত্য সভার আয়োজনে সামিল হওয়ায় আমরা গর্বিত। এছাড়া দেশসেরা দৈনিক প্রথম আলোর ডিজিটাল রূপান্তরের অন্যতম কারিগরকে আমাদের পাশে পেয়ে আমরা সম্মানিত বোধ করছি। আয়োজনের সভাপতি কবি শাবিহ মাহমুদ ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদ পুনর্মিলনীর আজকের এ অনুষ্ঠানে আগত গুণী অতিথিদের অংশগ্রহণ আমাদের জন্য একটি আনন্দের স্মৃতি হয়ে রইল। ফেনী সাহিত্য সভা উদারমনা ও সুস্থ সাহিত্যের চর্চাকারীদের সব সময় নিজেদের স্বজন বলে মনে করে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”