নিজস্ব প্রতিবেদক:
ফেনীতে ‘বসুন্ধরা’ ‘শুভসংঘে’র আয়োজনে প্রতিবেদন তৈরী কর্মশালায় অংশ নিল শহরের বিভিন্ন দৈনিকে কর্মরত ২০ জন তরুন সংবাদকর্মী। শনিবার (২০ এপ্রিল) সকালে শহরের ট্রাংক রোডে ‘দৈনিক ফেনী’ অফিসে কাগজটির সহায়তায় এ ব্যাতিক্রমী কর্মশালার আয়োজন করা হয়।
‘শুভসংঘ’ ফেনী শাখার প্রধান উপদেষ্টা ও বিএমএ ফেনী শাখার সভাপতি অধ্যাপক ডা. সাহেদুল ইসলাম কাওসারের সভাপতিত্বে ও ‘কালের কন্ঠে’র জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারার সঞ্চালনায় এতে সূচনা পর্বে প্রধান অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোক্তার হোসেইন। বিশেষ অতিথি ছিলেন ‘দৈনিক ফেনীর সময়’ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ‘দৈনিক এবেলা’ সম্পাদক যতন মজুমদার, ‘দৈনিক নয়া পয়গাম’ সম্পাদক এনামুল হক পাটোয়ারী। স্বাগত বক্তব্য রাখেন ‘দৈনিক ফেনী’র নির্বাহী সম্পাদক ও ‘এটিএন নিউজে’র জেলা প্রতিনিধি দিদারুল আলম।
বিকেলে সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন ‘সময় টিভি’র ফেনী ব্যুরো প্রধান বখতেয়ার ইসলাম মুন্না। বিশেষ অতিথি ছিলেন ‘ডিবিসি নিউজ’ ও ‘ডেইলী অবজারভারে’র জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভুঁইয়া, ‘দৈনিক স্টার লাইনে’র নির্বাহী সম্পাদক মাইন উদ্দিন। প্রশিক্ষক হিসেবে ছিলেন ‘বিটিভি’র জেলা প্রতিনিধি ও দৈনিক অজেয় বাংলার সম্পাদক শওকত মাহমুদ ও ‘ডেইলী সান’ ‘দীপ্ত টিভি’র জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন। কর্মশালায় অংশগ্রহনকারী সংবাদকর্মীদের পাঁচটি দলে ভাগ করে পাঁচটি অ্যাসাইনমেন্ট দেয়া হয় এবং আগামী ৪ দিনের মাঝে প্রতিবেদন তৈরী করে ‘দৈনিক ফেনী’তে জমা দেবার ব্যাপারে সকলে একমত পোষণ করেন। এসব প্রতিবেদন পরে কাগজটিতে প্রকাশিত হবে। এ ছাড়া তিন জনকে তিনটি ফিচার রচনার দায়িত্ব দেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ বলেন, বাংলাদেশ রাষ্ট্রের জন্মের ক্ষেত্রেও গণমাধ্যমের গুরুত্বপূণ ভূমিকা ছিল। তিনি নবীন সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা খুবই মহান একটি কাজ করছেন। ভালো সাংবাদিকতা একটি সমাজকে পাল্টে দিতে পারে। তিনি বলেন, আপনাদের সঠিত তথ্য তুলে ধরতে হবে- কারণ যিনি কোন রাজনৈতিক দল করেন, তিনিও নিরপেক্ষ নিউজ চান।
সভাপতি ডা. সাহেদুল ইসলাম কাওসার বলেন, ‘শুভসংঘ’ সবসময় ভিন্ন ধরণের কর্মসূচি নিয়ে থাকে। আগামীতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। ‘দৈনিক ফেনীর সময়’ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, আমরা যখন শুরু করি তখন সাংবাদিকতা এতোটা সহজ ছিলনা। তখন অনেক চড়াই-উৎরাই পেরিয়ে কাজ করতে হত। কিন্তু এখন নিউজ সংগ্রহ ও প্রেরণ অনেক সহজ হয়েছে। তিনি বলেন, তড়িঘড়ি করে কোন ভুল সংবাদ দেয়া যাবেনা, কারণ এতে সমাজের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে।
সমাপনী পর্বে প্রধান অতিথি বখতেয়ার মুন্না বলেন, আগে একে নেশায় পরিণত করুন, পরে এটি আপনা থেকেই পেশায় পরিণত হবে। তিনি বলেন, রাতারাতি সাংবাদিক হবার চেষ্টা করলে তাতে হীতে বিপরীত হতে পারে। তিনি তার নিজের সাংবাদিকতা জীবনের নানা ঘটনা বর্ণনা করেন ও এ আয়োজনের জন্য ‘শুভসংঘে’র ভূয়সী প্রশংসা করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”