বিশেষ প্রতিনিধি>>
ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলা পরিষদের নির্বাচনে ৬টি পদে ৪ জন বিনা প্রতিদ্ব›িদ্ধতায় জয়ের পথে রয়েছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রথম ধাপে পরশুরাম ও ফুলগাজী উপজেলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্ধ দুইজন প্রার্থীর মনোনয়ন পত্র পত্যাহার করায় পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মজুমদার বিনা প্রতিদ্ব›িদ্ধতায় বিজযের পথে রয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জেলা পরিষদের সাবেক সদস্য নুর মোহাম্মদ সফিকুল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া বিনা প্রতিদ্ব›িদ্ধতায় বিজযের পথে রয়েছেন। এ উপজেলায় সকল প্রার্থী বিনা প্রতিদ্ব›িদ্ধতায় বিজয়ী হওয়ায় আগামী ৮ মে আর নির্বাচন হবে না।
.
ফুলগাজীতে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্ধতায় দুইজন প্রার্থীর মনোনয়ন পত্র পত্যাহার করায় মন্জুরা আজিজ বিনা প্রতিদ্ব›িদ্ধতায় বিজযের পথে রয়েছেন।
ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্ব›িদ্ধতা করবেন চেয়ারম্যান পদে মোঃ জাফরুল্লাহ ভূঁইয়া ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্ধতা করবেন মাহবুবুল হক কালা, অনিল বণিক , আব্দুর রহিম পাটোয়ারী , সাইফুদ্দিন মজুমদার।
সোমবার (২২ এপ্রিল) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে পরশুরাম বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার এবং বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাশেম চৌধুরী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফুলগাজীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহার করেন বর্তমান চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, ও হুমায়ুন কবির।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, পরশুরাম ও ফুলগাজী উপজেলা পরিষদের নির্বাচনের প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল ও ভোট গ্রহণ হবে আগামী ৮ মে।
উল্লেখ্য, ফেনীর ফুলগাজী ও পরশুরামে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ফেনীর দুই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান বিভিন্ন পদে ২১জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন
- » বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে সভা
- » বাম গণতান্ত্রিক জোটের ঢাকা থেকে চট্টগ্রামের রোডমার্চ ফেনী ছাড়লো- দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত
- » সাপ্তাহিক ফেনী সংবাদ এর প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত