সোনাগাজী প্রতিনিধি:
ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের মান্দারী গ্রামের গোপাল ডাক্তার ও প্রফুল্ল কুমার নাথের পরিবার কর্তৃক কবরস্থানের জন্য ২০ শতক জমি দান বিষয়ক বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদটি আমাদের পরিবারের দৃষ্টি গোচর হয়। যাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও অপপ্রচার পূর্বক জমি দখলের পাঁয়তারা মাত্র। প্রকৃত ঘটনা এই, আমাদের পাশ্ববর্তী (দক্ষিণ) বাড়ির লোকদের কবরস্থান না থাকায় আমাদের পূর্ব পুরুষদের আমল হতে মৌখিক অনুমতি নিয়ে আমাদের মালিকীয় পুকুরের উত্তর-পশ্চিম পাশে কবর দেওয়া হতো। বর্তমানে তাদের আর্থিক স্বচ্ছলতা হলেও নিজস্ব অর্থে কবরস্থান তৈরী করে না এবং এখানে কবর দিতে আমাদের থেকে কোন প্রকার অনুমতিও নেয় না। আমরা বাড়ি না থাকার সুবাদে কিছু দিন পূর্বে আমাদের না জানিয়ে পুকুরের পশ্চিম পাড়ের অর্ধেক অংশের কয়েকটি গাছ কেটে ফেলে এবং মাটি ভরাট করে ফেলে। আমরা স্থানীয় ইউপি মেম্বারের নিকট বাদী হলে গত ১৩.০৪.২০২৪ইং তারিখে স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে দুই পক্ষ পূর্ব পাইকপাড়া মসজিদের সামনে হাজির হলে উপস্থিত সকলে উভয় পক্ষের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেন এবং বিনা অনুমতিতে গাছ কাটা ও মাটি ভরাটের বিষয়টি অন্যায় হয়েছে মর্মে চেয়ারম্যান মতামত প্রকাশ করেন এবং ভবিষ্যতে নতুন করে অন্য কোন জায়গায় কবরস্থান তৈরী করার জন্য বলেন এবং চেয়ারম্যান নিজের পক্ষ থেকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অনুদান প্রদানের ঘোষনাও করেন। নতুন কবরস্থান ক্রয়ের ক্ষেত্রে আর্থিক সহযোগীতা হিসেবে এতদ্প্রেক্ষিতে গোপাল ডাক্তার, প্রফুল্ল মাস্টারের পরিবারও এই কাজে চেয়ারম্যান সাহেবের সাথে সামর্থ মোতাবেক আর্থিক সহযোগিতা করার অভিপ্রায় ব্যক্ত করেন। নতুন কবরস্থান প্রস্তুত না করা পর্যন্ত আমাদের জায়গায় কবর প্রদানের বিষয়ে মতামত চাইলে আমরা সীমানা দেখিয়ে দেই। এই জায়গায় তারা মৌখিক অনুমতি সাপেক্ষে কবর দিতে পারবে এবং কোন প্রকার স্থাপনা নির্মান করতে পারবে না। উভয়পক্ষ উক্ত প্রস্তাবকে সমর্থন জানিয়ে সৌহার্দ্যপূর্নভাবে ফুলের তোড়া, ফল এবং মিষ্টি বিতরণ পূর্বক বিদায় নেয়। পরবর্তীতে বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় ফুল আদান-প্রদানের ছবি দিয়ে তা জমি দান ও ২০ শতক জমি দান হিসাবে প্রচার করা হয়। আমরা কোন জমি দান করিনি। চার থেকে সাড়ে চার শতক জমিতে তাহারা নতুন কবরস্থান না করা পর্যন্ত শুধুমাত্র কবর দেয়ার মৌখিক অনুমতি দেয়া হয়েছে মাত্র। তাই আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ফেনীর সোনাগাজীতে জেলা শিবিরের আয়োজনে জুলাই শহীদ স্মৃতি আন্ত: থানা ফুটবল টুর্নামেন্ট
- » ফেনীর সোনাগাজীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত-১
- » মুক্তিযুদ্ধের সংগঠক এনামুল হক এনাম মিঞার ২২তম মৃত্যু বার্ষিকী ১৮ এপ্রিল
- » সোনাগাজীর ভোরবাজারে বিএনপি পরিবারের আয়োজনে ইফতার মাহফিল
- » ফেনীর সোনাগাজীতে ভার্চুয়ালী সভায় তারেক রহমান- সংস্কারের নামে ষড়যন্ত্র চলছে কিনা সজাগ থাকতে হবে
- » সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর ৫ দিনের রিমান্ড
- » বজ্রপাতে প্রাণ হারালো যুবক
- » সোনাগাজীতে অপহৃত স্কুলছাত্রী ৪ দিন পর উদ্ধার
- » সোনাগাজীতে স্কুল ভবন নির্মাণের দাবীতে মানববন্ধন
- » ফেনী সদর, দাগনভূঞা, সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা