বিশেষ প্রতিনিধি>>
ফেনী সড়ক অফিসের নিচে ছোট ফেনী সেতুর উপর টোল আদায়ের ইজারার টেন্ডার জমা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন আমান ফারহান ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. আলী আক্কাস। সোমবার বেলা ১১টার দিকে সড়ক ভবনের নিচে গ্যারেজে মারধর করে টেন্ডার জমা দিতে বাধা দিয়েছে আরেক ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী যুবলীগ নেতা সেন্টু মিয়া ও তার লোকজন। এ ব্যাপারে আলী আক্কাস বাদী হয়ে সেন্টু ও টিপুসহ অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামী করে ফেনী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
.
আলী আক্কাস বলেন, সোনগাজী -কোম্পানীগঞ্জের ছোট ফেনী নদীর উপর ব্রিজের টোলের টেন্ডার নিয়ে ফেনী সড়ক ভবনে আসলে সেন্টু ও টিপুসহ ৩০-৪০ জন গাড়ী থেকে টেনে নামিয়ে সড়ক ভবনের নিচে আমাকে বেধরক মারধর করতে থাকে, আমার মাথা দেওয়ালের সাথে বাড়ি মারে, আমার পকেট থেকে মোবাইল, মানিব্যাগ, এবং টেন্ডারের প্রয়োজনীয় কাগজপত্র, চেক, পে-অর্ডার, হিসাবের খাতা নিয়ে যায়। অতপর আমাকে সার্কিট হাউজ সংলগ্ন একটি চা দোকানে নিয়ে ১২:১০ পর্যন্ত আটকে রাখে, সেখানে ২০-৩০জন লোক আমাকে পাহারায় রাখে এবং সেখানেও আমাকে মারধর করে। পরে সেন্টু আমাকে আমার মানিব্যাগ এবং হিসাবের খাতা দিয়ে দেয়, আমি যখন মোবাইল, এবং টেন্ডারের প্রয়োজনীয় কাগজপত্র, চেক, পে-অর্ডার ফেরত চাই তখন সে বলে মোবাইল এবং কাগজপত্র এম.পি (নিজাম উদ্দিন) এর কাছ থেকে নিস।
অভিযুক্ত সেন্টু মিয়া সোনাগাজী উপজেলা যুবলীগের সদস্য। সেন্টু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।
সড়ক বিভাগ ফেনী সুত্রে জানা যায়, সোনাগাজী-নোয়াখালী সংযোগ সড়কের সাহেবের ঘাট ব্রিজের টোল আদায়ে ইজারাদারদের কাছ থেকে সপ্তমবারের মত টেন্ডার আহ্বান করে সড়ক ও সেতু বিভাগ। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিকে টেন্ডার প্রদানে বাধাঁদান করায় নতুন করে আরাব টেন্ডার আহবান করা হবে বলে জানান নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল। তিনি বলেন, টেন্ডার প্রক্রিয়ায় যাতে কোন সমস্যা না হয় সেজন্য পুলিশ প্রাহারার ব্যবস্থা করা হয়েছ।
বিকেল ৩টায় টেন্ডার বক্স খোলা হলে শুধু সেন্টু এন্টারপ্রাইজের একটি টেন্ডার আবেদন পাওয়া যায়। কোম্পানীগজ্ঞ মুচাপুর ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুর আলী বলেন, অন্যান্য ঠিকাদারদের টেন্ডার জমাদানে বাধাঁ দিয়েছে সেন্টু এন্টারপ্রাইজের লোকজন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে যুবলীগ নেতা সেন্টু মিয়া বলেন, ‘আমি অসুস্থ। আজকে বাড়ি থেকে বের হই নাই। কেউ আমার বিরুদ্ধে হয়তো ষড়যন্ত্র করছে।’
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্ত চলছে। সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”