শহর প্রতিনিধি:
ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেছেন, দীর্ঘ ১৯ বছর ধারাবাহিকভাবে বন্ধুর বন্ধন যাকাত বিতরণ করে একটি মহতি উদ্যোগ বাস্তবায়ন করেছে। এ যাকাতের সামগ্রী ও অর্থ অসহায় মানুষকে কর্মমুখী করতে ভূমিকা রাখছে। আগামীতে বন্ধুর বন্ধন আরো ভালো কাজের মাধ্যমে মানবতার কল্যাণে কাজ করে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। সুন্দর সমাজ বিনির্মাণে মহতি কাজে এই সংগঠনের মতো সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
ফেনী জেলার অন্যতম সেরা সামাজিক ও সমবায়ী সংগঠন বন্ধুর বন্ধনের উদ্যোগে অসহায় ও দু:স্থদের মাঝে ১৯তম যাকাত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার (৩ মে) বিকালে শিশু নিকেতন কালেক্টরেট স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত যাকাত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। ইসলাম ধর্মে যাকাতের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ।
বন্ধুর বন্ধন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সেফায়েত উল্লাহ এর সভাপতিত্বে ও যাকাত কমিটির আহবায়ক জি.এম তাজ উদ্দিন পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বন্ধুর বন্ধন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন ভূঞা পারভেজ ও সদর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক রেজাউল হক রেজা প্রমুখ। যাকাত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধুর বন্ধন এর সংগঠক আনিসুর রহমান ও শেখ ফেরদৌস আনোয়ার মজনু, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন, দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, দীপ্ত টিভির ফেনী প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন, দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিকসহ বন্ধুর বন্ধনের বিভিন্ন কমিটির কর্মকর্তা ও যাকাত তহবিলের সুবিধা ভোগীরা।
শেষে উপস্থিত অতিথিবৃন্দ অসহায় ও দু:স্থদের হাতে যাকাত সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। উল্লেখ্য, বন্ধুর বন্ধন ফেনীর ১৯তম যাকাত বিতরণ অনুষ্ঠানে ৩০টি সেলাই মেশিন, ২৬ বান ঢেউটিন, ৫টি টিউবওয়েল, ১টি হুইল চেয়ার, একটি ভ্যান গাড়ি, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও ২১ জন অসহায় লোকজনকে মোট নয় লাখ ১৫ হাজার টাকার যাকাত বিতরণ করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন