স্টাফ রিপোর্টার:
জাতীয় পুষ্টি সপ্তাহের শেষদিনে ফেনীর দাগনভূঁঞায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। বুধবার দাগনভূঁঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা।
আলোচনায় অংশ নেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা সুজন কান্তি শর্মা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমদ করিম, বিটিভির জেলা প্রতিনিধি ও দৈনিক অজেয় বাংলার সম্পাদক শওকত মাহমুদ, ডেন্টাল সার্জন ডা. শিহাব উদ্দিন মাহমুদ, দাগনভূঁঞা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, হাসপাতালের সেবিকাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকতা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেডিকেল অফিসার ডা. সুনেন্দ সেন।
সভায় অতিথিদের বক্তব্যে একটি সুস্থ ও উন্নত জাতি গঠনে পুষ্টি গুণে সমৃদ্ধ খাবার গ্রহণ-খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, সংরক্ষণ ও রান্নায় পুষ্টি গুণ বজায় রাখা-খাবারে চিনি ও লবণের ব্যবহার সীমিত রাখা, অতিরিক্ত ভাজা, তৈলাক্ত খাবার ও ফাস্টফুড বর্জন এবং শিশুকে অতিপ্রক্রিয়াজাত পানীয় ও খাবার গ্রহণ থেকে বিরত রাখাসহ পুষ্টি সচেতনতার বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়। এছাড়া পুষ্টি সমৃদ্ধ জাতি বিনির্মাণে বাল্যবিয়েও একটি বড় প্রতিবন্ধকতা উল্লেখ করে বাল্যবিবাহ রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।
‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে -খাবার খাবো পুষ্টিগুণে’ এ প্রতিপাদ্যে গত ৯ মে সারা দেশের সাথে দাগনভূঞায়ও ‘জাতীয় পুষ্টি সপ্তাহ কর্মসূচির উদ্বোধন করা হয়। সপ্তাহব্যাপীর কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে প্রতিযোগিতাসহ ছিল নানা আয়োজন। সমাপনী দিনে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”