স্টাফ রিপোর্টার:
ফেনীর দাগনভূঁঞা উপজেলা পরিষদের আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম ও টিউবওয়েল প্রতীকের প্রার্থীদের সমর্থনে সিন্দুরপুর ইউনিয়নের সুজাতপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে অনুষ্ঠিত এই পথসভায় প্রধান অতিথি ছিলেন দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী দিদারুল কবীর রতন। বক্তব্য রাখেন টিউবওয়েল প্রতীকের প্রার্থী মহি উদ্দিন হায়দার।
সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর নবীর সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সুমন চন্দ্র ভৌমিক এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ফেনী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এম শাহজাহান সাজু, দাগনভূঁঞা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুন, এয়াকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন স্বপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুন ও ইউনিয়ন পরিষদের সদস্য
মো. আজিজুল হক কামাল প্রমুখ। এসময় বিপুল সংখ্যক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান প্রার্থী দিদারুল কবীর রতন বলেন, উপজেলার উন্নয়নে বিগত দিনে নিবেদিত ভাবে কাজ করেছি। আগামী দিনেও কাজ করার লক্ষ্যে প্রার্থী হিসেবে নির্বাচন করছি। উপজেলাবাসী যোগ্য মনে করে নির্বাচিত করলে উন্নয়ন অব্যাহত রাখতে কাজ করে যাবো। তিনি আগামী ২৯ মে সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দেয়ার অনুরোধ জানান।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”