নিজস্ব প্রতিবেদক:
সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য রোটারি আন্তর্জাতিক সম্মেলন ২০২৪ এ অংশ নিবেন ফেনীর যুব সংগঠক ও রোটার্যাক্টর শরিফুল ইসলাম অপু। এ উদ্দেশ্যে গত ২৮ মে রাত ১০.৩০ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। অপু চলতি বছরের (২০২৩-২৪) আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন রোটারির যুব অংশ রোটার্যাক্ট ডিস্ট্রিক্ট ৩২৮২,বাংলাদেশ (বর্তমান ডিস্ট্রিক্ট ৬৫) এর ডিআরআর হিসেবে দায়িত্ব পালন করেছেন। রোটার্যাক্ট ক্লাব মুলত যুব নেতৃত্ব বিকাশের পাশাপাশি দক্ষতা উন্নয়ন,সেচ্ছাসেবী কার্যক্রম, পেশাগত উন্নয়ন, বিশ্বব্যাপী বন্ধুত্ব স্থাপন সহ নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে৷ রোটারি আন্তর্জাতিক সম্মেলনের পাশাপাশি অপু এশিয়া প্যাসিফিক রিজিওনাল রোটার্যাক্ট সম্মেলনেও অংশ নেয়ার কথা রয়েছে। যুব নেতৃত্ব, যুব উদ্যোক্তা ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিষয়ক ইভেন্টে অংশ নিবেন। উল্লেখ্য যে, ফেনী থেকে যুব সংগঠক হিসেবে অপু’ই প্রথম আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী যুব সংগঠনে দেশের সর্বোচ্চ পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন। ২০০৮ সালে রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রালের মাধ্যমে রোটার্যাক্ট এ যাত্রা শুরু করেন তিনি । পরবর্তীতে ২০১০-১১ রোটারি বছরে এ ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন।এরপর নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি ২০২৩-২৪ এ সংগঠনের সর্বোচ্চ পদ ডিআরআর এর দায়িত্বে নির্বাচিত হন। যুব সংগঠকের পাশাপাশি তিনি ক্রীড়া সংগঠক ও তরুন উদ্যোক্তা হিসেবেও বেশ পরিচিত। পেশা জীবনে পরিবেশক প্রতিষ্ঠান বনিটো কমিউনিকেশনস এর জেনারেল ম্যানেজার এর দায়িত্বরত রয়েছেন। পাশাপাশি আপন ইভেন্টস নামে একটি অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং প্রান্তিক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষক হিসেবেও তিনি কাজ করছেন। নিরাপদ ভ্রমণের জন্য অপু সবার দোয়া চেয়েছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”