নিজস্ব প্রতিবেদক:
দৈনিক আমার সংবাদ এর এক যুগে পদার্পণ অনুষ্ঠান ফেনীতে কেক কাটা, আলোচনা সভার মধ্য দিয়ে জমকালোভাবে উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) বিকালে ফেনী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহাম্মদ চৌধুরী নাসিম। বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার মো. জাকির হাসান, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।
দৈনিক আমার সংবাদ পাঠক ফোরাম ফেনীর জেলা আহবায়ক ও জেলা আওয়ামীলীগের আইন সম্পাদক এম. শাহজাহান সাজুর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী সাংবাদিক ফোরাম-ঢাকা’র সাবেক সভাপতি তানভীর আলাদীন, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন।
দৈনিক স্টার লাইনের সহ- সম্পাদক জসিম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট পার্থ পাল চৌধুরী , ফেনী জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট এমদাদুল হক।শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আমার সংবাদ এর ফেনী প্রতিনিধি এসএম ইউসুফ আলী।এতে আরও বক্তব্য রাখেন স্থানীয় দৈনিক আমার ফেনী’র সম্পাদক জমির উদ্দিন বেগ, সময় টিভির সহযোগি সিনিয়র রিপোর্টার আতিয়ার হাওলাদার সজল প্রমুখ।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম, সাবেক সাধারণ সম্পাদক আরিফুর রহমান, এনএন জীবন, রাজন দেবনাথ, দৈনিক নয়া পয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী, বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ ২৪ প্রতিনিধি নজির আহম্মদ রতন,ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি ও দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া,দীপ্ত টিভি প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, একাত্তর টিভি প্রতিনিধি নুরুজ্জামান সুমন, বণিক বার্তা প্রতিনিধি নুর উল্লাহ কায়সার,দেশ রুপান্তর প্রতিনিধি শফি উল্লাহ রিপন, ইনডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি সমির উদ্দিন ভূঞা, এখন টিভির প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম, ফেনী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, কোষাধ্যক্ষ সৈয়দ মনির আহাম্মদ, দৈনিক ফেনীর সময় এর চীফ রিপোর্টার আরিফ আজম সহ বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মী।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দিন আহাম্মদ চৌধুরী নাসিম বলেন, ফেনী সাংবাদিকতার মহিরুহ। এই জেলায় অনেক সাংবাদিক জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। এদের মধ্যে হাবিবুল্লাহ বাহার চৌধুরী, জহুর হোসেন চৌধুরী, এবিএম মুসা, গিয়াস কামাল চৌধুরী, ইকবাল সোবহান চৌধুরী অন্যতম। এখনও ফেনীর অনেকে জাতীয়পর্যায়ে নেতৃত্বে রয়েছেন। ফেনীর উন্নয়নে জাতীয় ও স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। সমাজের সবসমস্যা একদিনে সমাধান হবেনা। গণমাধ্যমে সমস্যা তুলে ধরার মাধ্যমে জনপ্রতিনিধিদের দৃষ্টিগোচর করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন হাজারী বলেন, ফেনী জেলার উন্নয়নে আলাউদ্দিন আহাম্মদ চৌধুরী নাসিম ভাই অনেক অবদান রেখেছেন। আগামীতেও তার নেতৃত্বে এই ধারাবাহিকতা পুরো জেলায় অব্যাহত থাকবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”