শহর প্রতিনিধি :
উৎসব মুখর পরিবেশে ফেনী জেলা স্কাউটস এর নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে আগামী তিন বছরের জন্য জেলা স্কাউটস এর নতুন কমিটি গঠিত হয়েছে। নির্বাচনে অংশগ্রহণকারী দুইটি প্যানেল এর মধ্যে ফয়েজ-হারুন প্যানেল কমিশনার, সম্পাদক ও কোষাধ্যক্ষসহ ছয়টি পদে এবং ফরিদ-বেল্লাল প্যানেল
থেকে শুধুমাত্র সহ-সভাপতি পদে দুইজন নির্বাচিত হন।নির্বাচিতরা হলেন, কমিশনার পদে জেলা শিক্ষক সমিতির সভাপতি পাঁচগাছিয়া এ.জেড.খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফকির আহাম্মদ ফয়েজ এবং সম্পাদক পদে ফাজিলপুর ডব্লিউ.বি.কাদরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হারুন রশিদ ভূঁইয়া নির্বাচিত হয়েছেন। এছাড়া ফয়েজ-হারুন প্যানেল এর
সহ-সভাপতি পদে পরশুরাম নরনীয়া মুন্সিরখিল পজির উদ্দিন আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন মজুমদার, ফকিরহাট আবু বকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাং আলমগীর চৌধুরী, যুগ্ম সম্পাদক পদে উত্তর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছিন আরাফাত ও কোষাধ্যক্ষ পদে ছাগলনাইয়া দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চন্দ্র শীল নির্বাচিত হয়েছেন। ফরিদ-বেল্লাল প্যানেল থেকে সহ-সভাপতি পদে হরিপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলা উদ্দিন ও বক্তারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আলম নির্বাচিত হন। এছাড়াও সহ-সভাপতি পদে সংরক্ষিত কোটায় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) দায়িত্ব পালন করবেন।
প্রধান নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অভিষেক দাশ ভোট গণনা শেষে আগামী তিন বছরের জন্য জেলা স্কাউটসের কমিশনার, সম্পাদক, সহ-সম্পাদক, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ পদে উল্লেখিতরা বিজয়ী হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে আগামী তিন বছরের জন্য জেলা স্কাউটস এর নব গঠিত কমিটিকে বিভিন্ন মহল ফুলেল শুভেচ্ছা জানান। তারা প্রত্যাশা করেন নতুন কমিটির নেতৃত্বে জেলা স্কাউটস এর কার্যক্রম আরো বেগবান হবে।
জেলা স্কাউট এর নবগঠিত কমিটির কমিশনার ফকির আহমেদ ফয়েজ সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে ফেনী জেলাকে শতভাগ স্কাউটিং জেলা হিসেবে গড়তে সবার সহযোগিতা কামনা করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”