.
শহর প্রতিনিধি,
ফেনী জেলায় কর্মরত পত্রিকা বিপণনকর্মীদের আসন্ন ঈদ উল আযহার উপহার হিসেবে বিভিন্ন পদের মসলাসহ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৪ জুন) বিকাল ৪টার দিকে ফেনী রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে উপস্থিত পত্রিকা বিপণনকর্মীদের হাতে সহায়তা তুলে দেন ছাগলনাইয়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, বাংলাদেশ নিউজ এজেন্সি (বিএনএ) সম্পাদক মিজানুর রহমান মজুমদার মজুমদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি মিজানুর রহমান মজুমদার বলেন, পত্রিকা বিপণনকর্মীরা রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে অনেক পরিশ্রম করে মানুষের হাতে হাতে সংবাদপত্র পৌঁছে দেন। গণমাধ্যম জগতে তাদের অবদান অনন্য। তারা খুব স্বাবলম্বী না। আমি যথাসাধ্য চেষ্টা করব তাদের পাশে থাকতে।
সাংবাদিক দিদারুল আলমের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক আবু তাহের, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন, ফেনী জেলা বিপণনকর্মী সমিতির সভাপতি সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, পত্রিকা বিপণনকর্মী ইউনুস ও মিজানুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাসস এর ফেনী সংবাদদাতা আরিফ রিজভী, যমুনা টেলিশিশনের স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবু জাফর, দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, দৈনিক দেশ রুপান্তর জেলা প্রতিনিধি শফি উল্যাহ রিপন, এখন টেলিভিশন এর জেলা প্রতিনিধি, বাংলা নিউজ২৪ডটকম এর নিজস্ব প্রতিবেদক সোলায়মান হাজারী ডালিম, দৈনিক আমার সংবাদ এর জেলা প্রতিনিধি এস এম ইউসুফ আলী, দৈনিক ফেনীর সময় এর নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, আমাদের নতুন সময় এর জেলা প্রতিনিধি এম. এমরান পাটোয়ারী, বণিকবার্তা জেলা প্রতিনিধি নুরুল্লাহ কায়সার, মোহনা টেলিভিশন এর জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয় ও চিত্র সাংবাদিক দুলাল তালুকদার।
উল্লেখ্য, ফেনীতে ৬০জন প্রত্রিকা বিপণনকর্মী হিসেবে কাজ করছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন