নিজস্ব প্রতিবেদক:
আগামী সোমবার (১৭ জুন) পবিত্র ঈদ উল আযহা। ঈদের দিন পাঁচ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। এ ছাড়া ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডের বাসিন্দাদের জন্য ৪০ হাজার কোরবানির বর্জ্য অপসারণের ব্যাগ দেওয়া হয়েছে। পশু কোরবানির স্থানও নির্ধারণ করে দেওয়া হয়েছে পৌরসভায়। বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, পৌরবাসীর সহযোগিতায় গত বছর কোরবানির ছয় ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হয়েছে। এ বছর কোরবানির বর্জ্য পাঁচ ঘন্টার মধ্যে অপসারণের জন্য পরিচ্ছন্নতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদের দিন বেলা একটা থেকে প্রায় দুই শতাধিক কর্মী ১২টি দলে ভাগ হয়ে মাঠে কাজ করবেন। সন্ধ্যা ছয়টার মধ্যেই সব বর্জ্য অপসারিত হবে। পৌর কর্মকর্তা–কর্মচারীদের পাশাপাশি মেয়র নিজেও মাঠে থাকবেন বলে জানান তিনি। কর্মীদের মধ্যে যে দল যথাযথ দায়িত্ব পালন করবে, তাদের পুরস্কৃত করা হবে। শুধু শহরের প্রধান সড়ক নয়, অলিগলি থেকেও বর্জ্য অপসারণ করে পানি ও ব্লিচিং পাউডার ছিটানো হবে।
পৌরসভা সূত্র জানায়, পৌরসভার নির্ধারিত ১০৯টি স্থানে পশু জবাই করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ লক্ষ্যে মাইকিংও করা হয়েছে। প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডের জন্য দুই হাজার ব্যাগ দেওয়া হয়েছে। শহরের ১৮টি ওয়ার্ডে কোরবানির বর্জ্য অপসারণ করতে ১২টি দল গঠন করা হয়েছে। প্রতিটি দলের জন্য একজন সুপারভাইজার ও একটি করে ট্রাক্টর দেওয়া হয়েছে। এ ছাড়া একটি ভ্রাম্যমাণ দল ও পানির গাড়ি নিয়োজিত থাকবে। স্যানিটারি ইন্সপেক্টররা এসব দলের কাজ তদারকি করবেন।কোরবানির বর্জ্য রাস্তা বা নর্দমায় না ফেলে নির্দিষ্ট ব্যাগে রাখার পরামর্শ দিয়ে মেয়র বলেন, ব্যাগগুলোয় কোরবানির বর্জ্য রেখে দিলে পৌরসভার সেবকেরা সেগুলো অপসারণ করবেন। বর্জ্য অপসারণের কাজ করার কারণে কর্মী ও সেবকেরা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবেন। তাঁদের জন্য ঈদের পরদিন বিনোদন ও উন্নত মানের ভোজের ব্যবস্থা করা হবে। ঈদ উপলক্ষে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য দুটি গরু ও পাঁচটি ছাগল জবাই করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া শতাধিক পরিচ্ছন্নতাকর্মীকে চাল, লুঙ্গি ও ঈদ সেলামি দেওয়ার কথা জানান তিনি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”